• শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১
  • ||
শিরোনাম

আবার ক্রুজ ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ করল কোরিয়া

প্রকাশ:  ২৮ জানুয়ারি ২০২৪, ১৮:১১
পূর্বপশ্চিম ডেস্ক

উত্তর কোরিয়া আজ রোববার বেশ কয়েকটি ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ করেছে বলে জানিয়েছে দক্ষিণ কোরিয়ার সামরিক বাহিনী। পিয়ংইয়ং ও সিউলের মধ্যে উত্তেজনা বৃদ্ধির মধ্যেই এ ঘটনা ঘটল।

এর আগে গত বৃহস্পতিবার রাষ্ট্রীয় বার্তা সংস্থা কোরিয়ান সেন্ট্রাল নিউজ এজেন্সির (কেসিএনএ) এক খবরে বলা হয়, উত্তর কোরিয়ার পশ্চিম উপকূল থেকে বেশ ‘কয়েকটি’ ক্রুজ ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ করা হয়েছে। এগুলো ছিল নতুন প্রজন্মের ক্রুজ ক্ষেপণাস্ত্র। এর মধ্যে আজ আবার যে ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ করা হয়েছে, সেগুলোও নতুন প্রজন্মের।

নতুন বছরে তাদের অস্ত্র পরীক্ষা অনেক বাড়িয়েছে পিয়ংইয়ং। এর মধ্যে রয়েছে পানির তলদেশে পারমাণবিক অস্ত্রব্যবস্থা পরীক্ষার মতো বিষয়। এ ছাড়া হাইপারসনিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের পরীক্ষাও চালিয়েছে দেশটি।

দক্ষিণ কোরিয়ার জয়েন্ট চিফ অব স্টাফ বলেন, ‘আমাদের সামরিক বাহিনী উত্তর কোরিয়ার সিনপো এলাকার কাছাকাছি আজ সকাল আটটার দিকে কয়টি ক্রুজ ক্ষেপণাস্ত্র শনাক্ত করেছে।’ তিনি আরও বলেছেন, দক্ষিণ কোরিয়া ও মার্কিন গোয়েন্দা সংস্থা বিষয়টি বিশ্লেষণ ও পর্যবেক্ষণ করছে।

কেসিএনএর খবরে অবশ্য কতটি ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালানো হয়েছিল, তা নির্দিষ্ট করে বলা হয়নি। কয়েক মাস ধরেই দুই কোরিয়ার মধ্যে সম্পর্কের বেশ অবনতি দেখা যাচ্ছে। উভয় দেশই উত্তেজনা কমানোর মূল চুক্তি উপেক্ষা করেই সীমান্ত নিরাপত্তা বৃদ্ধি এবং মহড়া চালিয়ে যাচ্ছে।

এশিয়া,উত্তর কোরিয়া,ক্ষেপণাস্ত্র
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close