• বৃহস্পতিবার, ১৬ মে ২০২৪, ২ জ্যৈষ্ঠ ১৪৩১
  • ||

অবৈধভাবে মাছ ধরার অভিযোগে ভারতের ২৩ জেলে আটক

প্রকাশ:  ০৫ ফেব্রুয়ারি ২০২৪, ১৮:০০
পূর্বপশ্চিম ডেস্ক

অবৈধভাবে সমুদ্রসীমায় ঢুকে মৎস শিকারের অভিযোগে ২৩ ভারতীয় জেলেকে গ্রেপ্তার করেছে শ্রীলঙ্কার নৌবাহিনী। রবিবার (৪ ফেব্রুয়ারি) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভি। এসময় তাদের সাথে থাকা দুটি মাছ ধরা ট্রলার জব্দ করেছে শ্রীলঙ্কার নৌবাহিনী।

রোববার এক বিবৃতিতে শ্রীলঙ্কার নৌবাহিনী জানিয়েছে, "গত শনিবার দিবাগত রাতে সাগরে টহল দেওয়ার সময় উত্তরাঞ্চলীয় প্রশাসনিক এলাকা জাফনার অন্তর্গত দেলফ্ৎ দ্বীপের কাছে টহল দেওয়ার সময় মাছ ধরার সময় ভারতীয় দু’টি ট্রলার দেখতে পায় নৌবাহিনীর সদস্যরা। ট্রলার দু’টিতে থাকা ২৩ জন জেলের সবাইকে গ্রেপ্তার করা হয়েছে।"

বিবৃতিতে শ্রীলঙ্কার নৌবাহিনী জানিয়েছে, "প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা স্বীকার করেছেন যে বিনা অনুমতিতে তার শ্রীলকঙ্কার জলসীমায় মাছ ধরতে এসেছিলেন। তাদের ট্রলার দু’টিও জব্দ করা হয়েছে।"

এর আগে গত জানুয়ারি মাসে মোট ৩৪ জন ভারতীয় জেলেকে গ্রেপ্তার করেছিল শ্রীলঙ্কার নৌবাহিনী। তার আগে ২০২৩ সালের বছর জুড়ে মোট ২৪০ জন ভারতীয় সেনা এবং ৩৫টি ট্রলার জব্দ করেছে শ্রীলঙ্কা।

ভারত,আন্তর্জাতিক,শ্রীলঙ্কা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close