• রোববার, ০৫ মে ২০২৪, ২২ বৈশাখ ১৪৩১
  • ||
শিরোনাম

টানা ৬০ ঘণ্টা অনলাইন গেম খেলে গিনেস রেকর্ড

প্রকাশ:  ০৭ ফেব্রুয়ারি ২০২৪, ১৭:০০ | আপডেট : ০৭ ফেব্রুয়ারি ২০২৪, ১৭:৪১
পূর্বপশ্চিম ডেস্ক

টানা ৬০ ঘণ্টা অনলাইন গেম খেলে গিনেস বুক অব ওয়ার্ল্ডসে নাস লিখিয়েছেন হাঙ্গেরির নাগরিক বার্নাবাস ভুজিটি জসোলনে।

এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ভারতের সংবাদমাধ্যম এনডিটিভি।

প্রতিবেদনে বলা হয়, ওয়ার্ল্ড অব ওয়ারক্রাফ্টে ৫৯ ঘণ্টা ২০ মিনিট ধরে গেমস গেলে দীর্ঘতম ভিডিও গেম খেলার এ কৃতিত্ব অর্জন করেন তিনি।

এতে বলা হয়, তার এ পুরো গেম খেলার দৃশ্য সামাজিক যোগাযোগমাধ্যমে লাইভ করা হয়। এখান থেকে পাওয়া সব আয় দাতব্য কাজে দেওয়া হবে। এ কারণে তিনি ব্যাপক প্রশংসিত হচ্ছেন।

গিনেস বুক অব ওয়ার্ল্ড রেকর্ড বলছে, ওয়ার্ল্ড অব ওয়ারক্রাফ্টে খেলোয়াড়রা নিজেদের চরিত্র তৈরি করে ভার্চুয়াল জগতে ঘুরে ঘুরে দানবদের খুঁজে লড়াই করে। যেখানে তার অন্য বন্ধুরাও যুক্ত হতে পারে।

গেম খেলা শুরুর ৩০ ঘণ্টা পরে গিয়ে কিছুটা বিরক্ত হতে শুরু করেন বার্নাবাস। আর ৪৫ ঘণ্টা পর তার হ্যালুসিনেশন হতে থাকে।

তিনি বলেন, ‘‘আমি দেখলাম কিছুটা হ্যালুসিনেশন হচ্ছে। এটি মজার ছিল। তবে আমার জরুরি ছিল লাইভ স্ট্রিমিংয়ে মনোযোগ দেওয়া।’’

গিনেস রেকর্ডকে তিনি জানিয়েছেন, একটানা এক ঘণ্টা খেলার পর পাঁচ মিনিট করে বিশ্রাম নিয়েছেন তিনি। এই বিরতিতেই খাওয়া, প্রকৃতির ডাকে সাড়া দেওয়া ও একটু করে ঘুমিয়ে নিয়েছেন।

আর পুরো খেলার সময়ে তিনি কোনো চা-কফি পান করেননি। সঙ্গে শুধু ছিল পানি। এই পুরো সময়ে তিনি অন্তত ১৫ লিটার পানি পান করেছেন বলে জানান।

দীর্ঘ সময় ধরে গেম খেলার জন্য বেশ পরিচিত নাম বার্নাবাস। পেশাগত জীবনে রাঁধুনির কাজ করলেও ছেলেবেলা থেকেই সপ্তাহে ১০-১৫ ঘণ্টা গেম খেলে কাটিয়ে দেওয়ার রেকর্ড আছে তার।

খেলা,গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close