• রোববার, ১৯ মে ২০২৪, ৫ জ্যৈষ্ঠ ১৪৩১
  • ||

খালে নোঙর করা ট্রলারে আরেকটির ধাক্কা, জেলে নিখোঁজ

প্রকাশ:  ০৫ মে ২০২৪, ১৫:৪৪
নিজস্ব প্রতিবেদক
ছবি: সংগৃহীত

বরগুনার পাথরঘাটায় এফবি সাফ-২ নামের একটি মাছ ধরার ট্রলার নোঙর করতে গিয়ে ট্রলারের ড্রাইভিং হ্যান্ডেলের ধাক্কায় মো. মনির হোসেন নামের এক জেলে নদীতে পড়ে নিখোঁজ হয়েছেন।

রোববার (৫ মে) দুপুর ১২ টার দিকে পাথরঘাটা উপজেলার লঞ্চঘাট এলাকায় এ ঘটনা ঘটে।

নিখোঁজ জেলে লক্ষ্মীপুর সদর উপজেলার চকবাজার নামক এলাকার বাসিন্দা মো. আব্দুল্লার ছেলে। উপজেলা নির্বাহী অফিসার মো. রোকনুজ্জামান খান বিষয়টি নিশ্চিত করেছেন।

জানা যায়, পাথরঘাটা উপজেলার বড় টেংরা নামক এলাকার মোস্তফা গোলাম কবিরের মালিকানাধীন সাফ-২ নামের ট্রলারটি নোঙর করতে লঞ্চঘাটে আসে। এ সময় ট্রলারের ড্রাইভিং হ্যান্ডেলের সঙ্গে ধাক্কা লেগে ট্রলারের মাঝি মনির নদীতে পড়ে যায়। পরে দীর্ঘ সময় অতিবাহিত হলেও মনিরের কোনো সন্ধান না পেয়ে স্থানীয়রা পাথরঘাটা থানা পুলিশকে বিষয়টি অবহিত করেন। খবর পেয়ে ঘটনা স্থলে পুলিশ, ফায়ার সার্ভিস ও কোস্টগার্ড সদস্যরা এসে উদ্ধার অভিযান শুরু করলেও এখনো সন্ধান পাওয়া যায়নি নিখোঁজ মনিরের।

এ বিষয়ে পাথরঘাটা উপজেলা নির্বাহী অফিসার মো. রোকনুজ্জামান খান বলেন, নিখোঁজ জেলের সন্ধান পেতে উদ্ধার অভিযান চলমান রয়েছে। তবে এখনো নিখোঁজ মনিরের কোনো সন্ধান না পাওয়ায় পটুয়াখালী ফায়ার সার্ভিসের ডুবুরি ইউনিটকে খবর দেওয়া হয়েছে।

পাথরঘাটা,জেলে নিখোঁজ,ধাক্কা

সারাদেশ

অনুসন্ধান করুন
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close