• শুক্রবার, ১৭ মে ২০২৪, ৩ জ্যৈষ্ঠ ১৪৩১
  • ||

যুক্তরাষ্ট্র: পাকিস্তানে সরকার গঠন অভ্যন্তরীণ বিষয়, হস্তক্ষেপের কিছু নেই

প্রকাশ:  ২২ ফেব্রুয়ারি ২০২৪, ২৩:১৫
পূর্বপশ্চিম ডেস্ক

মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র ম্যাথু মিলার বলেছেন, কোনো দেশে যদি রাজনীতিকেরা জোটগতভাবে সরকার গঠনের দিকে এগোয়, তা ওই দেশের নিজের সিদ্ধান্ত। একেবারেই অভ্যন্তরীণ বিষয়। এটি এমন কোনো বিষয় নয়, যেখানে যুক্তরাষ্ট্রের হস্তক্ষেপের দরকার আছে।

স্থানীয় সময় বুধবার (২১ ফেব্রুয়ারি) সকালে ওয়াশিংটনে এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

ম্যাথু মিলার বলেন, ‘‘সরকার গঠনের আগে আমি এ নিয়ে মন্তব্য করতে চাই না। কোনো দেশে যদি রাজনীতিকেরা জোটগতভাবে সরকার গঠনের দিকে এগোন, তা ওই দেশের নিজের সিদ্ধান্ত। এটি এমন কোনো বিষয় নয় যেখানে যুক্তরাষ্ট্রের হস্তক্ষেপের দরকার আছে।’’

তিনি বলেন, ‘‘আমি বিশ্বাস করি, পাকিস্তানের সরকার গঠন দেশটির অভ্যন্তরীণ বিষয়। তাই এ বিষয়টি নিয়ে আমি কথা বলতে চাই না।’’

যুক্তরাষ্ট্র,পাকিস্তান
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close