• বুধবার, ১৫ মে ২০২৪, ১ জ্যৈষ্ঠ ১৪৩১
  • ||

বোয়িং তৈরির সক্ষমতা অর্জন করল ভারত

প্রকাশ:  ২৩ ফেব্রুয়ারি ২০২৪, ০০:৩৮
পূর্বপশ্চিম ডেস্ক

বোয়িংয়ে ভারত এখন আর আমদানীকারক নয়, বরং প্রস্তুতকারক হয়ে উঠছে। সম্প্রতি এমন ঘোষণা দিয়ে বিষয়টি আনুষ্ঠানিকভাবে জানিয়েছেন, বোয়িংয়ের ভারত ও দক্ষিণ এশিয় প্রেসিডেন্ট সলিল গুপ্ত। “মেক ইন ইন্ডিয়া” শীর্ষক উদ্যোগের অংশ হিসেবেই এমন হচ্ছে বলে জানান তিনি।

সলিল গুপ্ত জানান, বোয়িং মূলত প্রকৃত সরঞ্জাম প্রস্তুতকারক (ওইএম)। যার বেশিরভাগই ভারতের সঙ্গে সমন্বয় করে আসছে।

গুপ্ত দাবি করেন, এসব বিষয় নিয়ে অনেক আলোচনা হয়েছে ইন্দুজের এক্স ইভেন্টে। রায়সিনা সংলাপে বিষদ আলোচনাও হয়েছে।

সলিল গুপ্ত বলেন, “ভারতে প্রতিরক্ষা সরঞ্জাম অনেক প্রস্তুত হচ্ছে। ভারত সিদ্ধান্ত নিয়েছে, আমদানিকারক হিসেবে নয়, বরং প্রস্তুতকারক হিসেবে সক্ষমতা অর্জন করবে ভারত।” এই উৎপাদন কার্যক্রমের কিছু অংশ সম্পূর্ণরূপে ভারতীয় কোম্পানিগুলোর সঙ্গে করা হবে। কিছু ওইএমের সাথে অংশীদারিত্বে করা হবে৷ এমনটা জানান সলিল গুপ্ত।

গুপ্ত আরও জানান, বোয়িং “মেক ইন ইন্ডিয়া” কর্মসূচির অংশ হিসেবে ভারত প্রতিবছর এক হাজার কোটি রুপির পণ্য রপ্তানী করছে। যা ভারতের সক্ষমতারই বহি:প্রকাশ।

ভারত
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close