• সোমবার, ১৩ মে ২০২৪, ৩০ বৈশাখ ১৪৩১
  • ||

রাশিয়ার পাঁচ শতাধিক ব্যক্তি-প্রতিষ্ঠানের ওপর যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা

প্রকাশ:  ২৩ ফেব্রুয়ারি ২০২৪, ২২:৫৮
পূর্বপশ্চিম ডেস্ক

রাশিয়ার পাঁচ শতাধিক ব্যক্তি ও প্রতিষ্ঠানের ওপর নিষেধাজ্ঞার ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র। ইউক্রেনে আগ্রাসন ও কারাবান্দী বিরোধী নেতা অ্যালেক্সি নাভালনির মৃত্যুর কারণে এ নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে বলে জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি।

যুক্তরাষ্ট্রের প্রেসিডন্টে জো বাইডেন বলেছেন, নিষেধাজ্ঞার আওতায় আসা ব্যক্তিরা অ্যালেক্সি নাভালনিকে বন্দী করা এবং ইউক্রেনে যুদ্ধ পরিচালনায় সম্পৃক্ত।

এর বাইরে রাশিয়ার শ’ খানেক ব্যক্তি ও প্রতিষ্ঠানের ওপর রপ্তানি নিষেধাজ্ঞা দেবে যুক্তরাষ্ট্র।

ইউরোপীয় ইউনিয়নও রাশিয়ার ওপর নিষেধাজ্ঞা দিয়েছে। এর পরিপ্রেক্ষিতে ইউরোপীয় ইউনিয়নের কর্মকর্তাদের রাশিয়ায় প্রবেশে নিষেধাজ্ঞা দিয়েছে মস্কো।

বিবিসির খবরে বলা হয়েছে, যুক্তরাষ্ট্রের নতুন নিষেধাজ্ঞা রাশিয়ার অর্থনীতিতে কতটা প্রভাব ফেলবে, তা এখনো স্পষ্ট নয়।

এক বিবৃতিতে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বাইডেন বলেছেন, “দেশের ভেতরে ও বাইরে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের আগ্রাসন ও নিপীড়নের মূল্য হিসেবে এই নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে।”

রাশিয়ার সাইবেরিয়া অঞ্চলের আর্কটিক পেনাল কলোনির একটি কারাগারে বন্দী অবস্থায় বিরোধী নেতা হিসেবে পরিচিত নাভালনির মৃত্যুর এক সপ্তাহের মাথায় মস্কোর ওপর এই নিষেধাজ্ঞা দিল যুক্তরাষ্ট্র।

নাভালনির মৃত্যুর জন্য রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের “দায় রয়েছে” এবং “এতে কোনো সন্দেহ নেই” বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট।

যুক্তরাষ্ট্র,আন্তর্জাতিক,জো বাইডেন,রাশিয়া
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close