• রোববার, ২৮ এপ্রিল ২০২৪, ১৫ বৈশাখ ১৪৩১
  • ||
শিরোনাম

প্রাচীন শহর ‘দ্বারকা’ দেখতে আরব সাগরে ডুব দিলেন মোদি

প্রকাশ:  ২৬ ফেব্রুয়ারি ২০২৪, ২২:১৩
পূর্বপশ্চিম ডেস্ক

প্রাচীন শহর ‘‘দ্বারকা’’।একাধিক হিন্দু ধর্মের যার অস্তিত্ব আছে। একসময় এটি একটি সমৃদ্ধ শহর ছিল বলে মনে করেন হিন্দা ধর্মালম্বীরা। হিন্দু ধর্মগ্রন্থ অনুযায়ী, এই কিংবদন্তি শহর শাসন করতেন কৃষ্ণ।

তার পৃথিবী থেকে বিদায়ের পরই শহরটি সমুদ্রের গ্রাসে চলে গিয়েছিল। সেই ঐতিহাসিক শহর দেখতে আরব সাগরে পানির নিচে ডুব দিলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। হিন্দুস্তান টাইমস এ খবর প্রকাশ করেছে।

ওই খবরে বলা হয়, রোববার (২৫ ফেব্রুয়ারি) দ্বারকায় যাওয়ার জন্য আরব সাগরে ডুব দেন ভারতের প্রধানমন্ত্রী মোদি। সঙ্গে নিয়ে যান একটি ময়ূরের পালক। ওই পালক দিয়েই প্রাচীন শহরে কৃষ্ণের পূজা করেন তিনি।

এদিন উপকূল থেকে দুই নটিক্যাল মাইল দূরে স্কুবা ডাইভের বিশেষ পোশাক পরে নামেন নরেন্দ্র মোদি। জলের নীচে থাকা দ্বারকা শহরের উদ্দেশে ডুবও দেন তিনি।

প্রাচীন এই শহরে গিয়ে কৃষ্ণকে ময়ূরের পালকের নৈবেদ্য দেন প্রধানমন্ত্রী।

সোশ্যাল মিডিয়ায় মোদি লেখেন, জলের নীচে নিমজ্জিত দ্বারকা শহরে প্রার্থনা করা একটি ঐশ্বরিক অভিজ্ঞতা। যেন এক আধ্যাত্মিক মহিমায় ভরপুর ও ভক্তিময় এক প্রাচীন যুগে ফিরে গিয়েছিলাম।

নরেন্দ্র মোদি,প্রাচীন শহর,আরব সাগর
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close