• রোববার, ২৮ এপ্রিল ২০২৪, ১৫ বৈশাখ ১৪৩১
  • ||
শিরোনাম

ভারতে চালু হল নদীর তলদেশ দিয়ে মেট্রোরেল, চড়লেন মোদিও

প্রকাশ:  ০৬ মার্চ ২০২৪, ২২:৪৫
পূর্বপশ্চিম ডেস্ক

ভারতে প্রথমবারের মতো নদীর নিচ দিয়ে মেট্রোরেল চলাচল শুরু হয়েছে। দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই মেট্রোরেল উদ্বোধন করেছেন। বুধবার (৬ মার্চ) সকালে ট্রেনে চড়ে এ ভ্রমণ করেন তিনি। এ সময় যাত্রীদের সঙ্গেও খোশগল্প করতে দেখা গেছে। ইকোনমিক টাইমস এ খবর প্রকাশ করেছে।

ওই খবরে বলা হয়, নতুন এই মেট্রোর নাম দেওয়া হয়েছে ইস্ট-ওয়েস্ট মেট্রোরেল।

প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী, হাওড়া ময়দান মেট্রো স্টেশন থেকে গঙ্গা নদীর নিচ দিয়ে এসপ্ল্যানেড স্টেশন পর্যন্ত যাবে এই মেট্রোরেল। হাওড়া ময়দান মেট্রো স্টেশন থেকে এসপ্ল্যানেড স্টেশন পর্যন্ত দূরত্ব ৪ দশমিক ৮ কিলোমিটার। এর মধ্যে ৫২০ মিটার লাইন গেছে পানির নিচ দিয়ে।

এদিন সবুজ পতাকা নাড়িয়ে এই মেট্রোরেলের সূচনা করেন প্রধানমন্ত্রী। এর পাশাপাশি দেশজুড়ে আরও কয়েকটি মেট্রোসেবা উদ্বোধন করেন নরেন্দ্র মোদী। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যপাল সিভি আনন্দ বোস, দলের সংসদ সদস্য সুকান্ত মজুমদার, বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীসহ রেলের শীর্ষ কর্মকর্তারা।

ভারত,মেট্রোরেল,নরেন্দ্র মোদী
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close