• বুধবার, ১৫ মে ২০২৪, ১ জ্যৈষ্ঠ ১৪৩১
  • ||

বাগেরহাটে গোপালপুর ইউপি চেয়ারম্যান হলেন লিটন মোল্লা

প্রকাশ:  ২৮ এপ্রিল ২০২৪, ২২:২৮ | আপডেট : ২৮ এপ্রিল ২০২৪, ২২:৪৮
পূর্বপশ্চিম ডেস্ক

বাগেরহাটের কচুয়া উপজেলার গোপালপুর ইউনিয়নে উপনির্বাচনে চেয়ারম্যান পদে ২ হাজার ৩৩৬ ভোট পেয়ে লিটন মোল্লা নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মীর তকদীরুজ্জামান পেয়েছেন ১ হাজার ৫৪১ ভোট। রোববার (২৮ এপ্রিল) সন্ধ্যায় ভোট গণনা শেষে উপজেলা নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং কর্মকর্তা হিমাংশু প্রকাশ বিশ্বাস বেসরকারিভাবে এই ফলাফল ঘোষণা করেন।

এর আগে সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। ৮ হাজার ৫২৫ জন ভোটারের মধ্যে ৫ হাজার ৮৯১ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। যা শতকরা হিসেবে ৬৯ দশমিক ১০ শতাংশ। এবারের উপনির্বাচনে চেয়ারম্যান পদে ৫ জন প্রার্থী অংশ নেন। দলীয় প্রতীক না থাকায় ভোটাররা স্বতঃস্ফূর্তভাবে ভোটাধিকার প্রয়োগ করেছেন। গরম ও ধান কাটার মৌসুম না থাকলে ভোটার উপস্থিতি আরও বাড়ত বলে জানিয়েছেন রিটার্নিং কর্মকর্তা।

হিমাংশু প্রকাশ বিশ্বাস বলেন, বেসরকারি ফলাফলে মোটরসাইকেল প্রতীক নিয়ে ২ হ্জাার ৩৩৬ ভোট পেয়ে লিটন মোল্লা নির্বাচিত হয়েছেন। এবারের নির্বাচন সুষ্ঠু হয়েছে।

গত ৩১ জানুয়ারি গোপালপুর ইউনিয়ন পরিষদের তৎকালীন চেয়ারম্যান কচুয়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এস এম আবু বক্কর সিদ্দিক মারা গেলে চেয়ারম্যান পদটি শূন্য হয়।

উপজেলা,উপনির্বাচন,বাগেরহাট

সারাদেশ

অনুসন্ধান করুন
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close