• সোমবার, ২৯ এপ্রিল ২০২৪, ১৬ বৈশাখ ১৪৩১
  • ||
শিরোনাম

জিম্মি হস্তান্তরের বিনিময়ে যুদ্ধবিরতির প্রস্তাব যুক্তরাষ্ট্রের

প্রকাশ:  ০৬ মার্চ ২০২৪, ২৩:৫১
পূর্বপশ্চিম ডেস্ক

জাতিসংঘের নিরাপত্তা পরিষদে যুদ্ধবিরতির একটি খসড়া প্রস্তাব দিয়েছে যুক্তরাষ্ট্র। তবে ওই প্রস্তাবে গাজায় যুদ্ধবিরতির বিনিময়ে সব ইসরায়েলি জিম্মিকে মুক্তি দিতে হবে, এমন শর্ত দিয়েছে দেশটি। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।

রয়টার্সের ওই প্রতিবেদনে বলা হয়েছে, প্রায় দুই সপ্তাহ আগে নিরাপত্তা পরিষদে এই খসড়া প্রস্তাব উত্থাপন করেছিল যুক্তরাষ্ট্র। এতে শুরুতে অস্থায়ী যুদ্ধবিরতি বলা হলেও সবশেষ সংশোধনীতে সব জিম্মির মুক্তির কথা বলা হয়েছে।

যুক্তরাষ্ট্র তাদের প্রস্তাবে বলেছে, গাজায় হামাসের হাতে বন্দি ইসরায়েলি জিম্মিদের মুক্তির সঙ্গে সংশ্লিষ্ট একটি যুদ্ধবিরতির প্রস্তাবে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের সমর্থন চায় তারা।

যুক্তরাষ্ট্র বলেছে, এই খসড়া প্রস্তাব নিয়ে আলোচনার জন্য সময় দেওয়া হবে। ভোটাভুটির জন্য কোনও তাড়াহুড়া তারা করবে না।

রয়টার্স বলছে, খসড়া প্রস্তাবটি পাস হতে নিরাপত্তা পরিষদের ১৫ সদস্য রাষ্ট্রের মধ্যে অন্তত নয়টি দেশের সমর্থন লাগবে। একইসঙ্গে ফ্রান্স, রাশিয়া, যুক্তরাজ্য, চীন ও যুক্তরাষ্ট্রকে ভেটো দেওয়া থেকে বিরত থাকতে হবে।

যুক্তরাষ্ট্র,ইসরায়েল
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close