• সোমবার, ২৯ এপ্রিল ২০২৪, ১৬ বৈশাখ ১৪৩১
  • ||
শিরোনাম

পুতিনের সমর্থক রাশিয়ার ৮০%-এরও বেশি রুশ নাগরিক

প্রকাশ:  ০৯ মার্চ ২০২৪, ২২:৪০
পূর্বপশ্চিম ডেস্ক

রাশিয়ার ৮০%-এরও বেশি নাগরিক প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের কাজকে ইতিবাচক হিসেবে মূল্যায়ন করেন। দেশটির বেসরকারি সংস্থা জনমত ফাউন্ডেশন (এফওএম) পরিচালিত এক জনমত জরিপে এমন তথ্য উঠে আসে।

এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে রুশ সংবাদমাধ্যম তাস।

জরিপে অংশ নেওয়া ৮০% উত্তরদাতা বলেছেন, তারা পুতিনের প্রচেষ্টাকে ইতিবাচকভাবে মূল্যায়ন করেন। পুতিনের প্রতি রাশিয়ার প্রায় ৮২% মানুষের আস্থা রয়েছে।

এছাড়া জরিপে অংশ নেওয়া ৫৫% রাশিয়ান সরকারের কাজের প্রতি তাদের সমর্থন ব্যক্ত করেন। এদিকে ৫৩% উত্তরদাতা পুতিনের দলকে ভোট দেবেন বলেও জানান।

২০২৪ সালের ১ থেকে ৩ মার্চ পর্যন্ত রাশিয়ার প্রাপ্তবয়স্ক ১,৫০০ মানুষের মধ্যে এ জরিপ চালানো হয়।

রাশিয়ায় এ মাসের ১৫ থেকে ১৭ তারিখে প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হবে। এই নির্বাচনে পুতিনের দল ইউনাইটেড রাশিয়া পার্টি ৫৪% জনসমর্থন নিয়ে সবার চেয়ে এগিয়ে আছে।

এ ভোটে পুতিনের জয় একপ্রকার সুনিশ্চিত। এতে তিনি আরও ৬ বছরের জন্য দেশটির প্রেসিডেন্ট নির্বাচিত হবেন। দুই দশকের বেশি সময় ধরে পুতিন দেশটির ক্ষমতার কেন্দ্রবিন্দুতে রয়েছেন।

রাশিয়া,ভ্লাদিমির পুতিন
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close