• রোববার, ২৮ এপ্রিল ২০২৪, ১৫ বৈশাখ ১৪৩১
  • ||
শিরোনাম

মালদোভায় রাশিয়ার দূতাবাসে পেট্রোলবোমা হামলা

প্রকাশ:  ১৮ মার্চ ২০২৪, ০০:০৫
পূর্বপশ্চিম ডেস্ক

মালদোভায় রাশিয়ার দূতাবাসে পেট্রোলবোমা হামলার ঘটনা ঘটেছে। স্থানীয় সময় রবিবার (১৭ মার্চ) দেশটির রাজধানী চিসিনাউতে রাশিয়ান দূতাবাসের আঙ্গিনায় ওই হামলা হয়।

এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স।

প্রতিবেদনে বলা হয়, এক ব্যক্তি দূতাবাসের সামনে পেট্রোলবোমা নিক্ষেপ করেছে।

রুশ দূতাবাস জানিয়েছে, হামলাকারীকে আটক করেছে মালদোভান পুলিশ।

হামলাটি যখন ঘটে, তখন দূতাবাসে রাশিয়ার প্রেসিডেন্ট নির্বাচনের ভোটগ্রহণ চলছিল।

রাশিয়ায় কঠোরভাবে নিয়ন্ত্রিত পরিবেশে তিনদিন ধরে চলা ভোট গ্রহণের শেষ দিন রবিবার। রাত আটটায় ভোটগ্রহণ শেষ হবে। আজই ফলাফল ঘোষণার আশা করা হচ্ছে।

স্থানীয় সময় শুক্রবার সকাল ৮ টায় পূর্বাঞ্চলীয় কামচাটকা উপদ্বীপে ভোটগ্রহণ শুরু হয়েছিল। রাশিয়ার দখল করা অঞ্চলেও ভোট অনুষ্ঠিত হচ্ছে।

২০২২ সালের ফেব্রুয়ারিতে ইউক্রেনে অভিযান শুরু করে রাশিয়া। এরপরেই দুই প্রতিবেশীর মধ্যে যুদ্ধ বাধে যা চলমান। এই যুদ্ধের জেরে রাশিয়ার সঙ্গে পশ্চিমাদের সম্পর্ক তরানিতে রয়েছে। ১৯৬২ সালে কিউবান ক্ষেপণাস্ত্র সংকটের পর পশ্চিমাদের সঙ্গে মস্কোর এমন খারাপ সম্পর্ক দেখা যায়নি। এরপর থেকেই রাশিয়ার বিরুদ্ধে নানা তৎপরতা চালাচ্ছে পশ্চিমারা।

দূতাবাস,রাশিয়া,পেট্রোলবোমা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close