• সোমবার, ২৯ এপ্রিল ২০২৪, ১৬ বৈশাখ ১৪৩১
  • ||
শিরোনাম

দিনের বেলায় দেখা গেল ঈদের চাঁদ

প্রকাশ:  ০৯ এপ্রিল ২০২৪, ১৮:৪০ | আপডেট : ০৯ এপ্রিল ২০২৪, ২০:০৩
পূর্বপশ্চিম ডেস্ক

গতকাল সোমবার রাত থেকেই ঈদের চাঁদ দেখার জন্য অধীর আগ্রহে ছিলেন মধ্যপ্রাচ্যের দেশ সংযুক্ত আরব আমিরাতের বাসিন্দারা। তবে ওইদিন দৃশ্যপটে আসেনি চাঁদ। অবশেষে আজ মঙ্গলবার (৯ এপ্রিল) ভোরেই দেশটি থেকে চাঁদের দেখা মিলেছে। খবর: খালিজ টাইমস।

এক প্রতিবেদনে জানানো হয়, মঙ্গলবার স্থানীয় সময় সকাল ১০টা ১৫ মিনিটে আকাশে শাওয়ালের চাঁদ দেখা যায়। চাঁদের এ ছবিটি প্রকাশ করেছে দেশটির অ্যাস্ট্রোনোমি সেন্টার।

চাঁদের ছবিটি তোলা হয়েছে আল-খাত জ্যোতির্বিদ্যা পর্যবেক্ষণাগার থেকে। পর্যবেক্ষণাগার থেকে চাঁদের ছবিটি এমন সময় তোলা হয় যখন মেঘাচ্ছন্ন আবহাওয়ার কারণে এটি খালি চোখে দেখা যাচ্ছিল না।

এদিকে সোমবার চাঁদ দেখা না যাওয়া সংযুক্ত আরব আমিরাতে বুধবার (১০ এপ্রিল) ঈদুল ফিতর অনুষ্ঠিত হবে। দেশটির বিচারমন্ত্রী ও কমিটির চেয়ারম্যান আবদুল্লাহ বিন সুলতান বিন আওয়াদ আল নুয়াইমি জানিয়েছেন, বুধবার (১০ এপ্রিল) ঈদুল ফিতর অনুষ্ঠিত হবে।

এছাড়া সংযুক্ত আরব আমিরাতে আনুষ্ঠানিকভাবে ঈদুল ফিতরের নামাজের সময়সূচিও ঘোষণা করা হয়েছে। সাতটি রাজ্যের প্রতিটিতে সূর্যোদয়ের পরপরই এই সময়সূচি অনুযায়ী ঈদ জামাত অনুষ্ঠিত হবে।

ঈদ,চাঁদ,আরব আমিরাত
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close