• বৃহস্পতিবার, ০৯ মে ২০২৪, ২৬ বৈশাখ ১৪৩১
  • ||
শিরোনাম

ইরাকের গ্যাসক্ষেত্রে হামলা, প্রাণ গেল ৪ ইয়েমেনির

প্রকাশ:  ২৭ এপ্রিল ২০২৪, ১৬:১২
নিজস্ব প্রতিবেদক
ছবি: সংগৃহীত

ইরাকের কুর্দিস্তান অঞ্চলে খোর মোর গ্যাসক্ষেত্রে ড্রোন হামলায় বিদেশি চার শ্রমিক নিহত হয়েছে।

শুক্রবার এ হামলার ঘটনাটি ঘটেছে বলে কুর্দিস্তান অঞ্চলের প্রধানমন্ত্রীর এক উপদেষ্টা এ তথ্য নিশ্চিত করেছেন। খবর রয়টার্সের।

ওই উপদেষ্টা ও কুর্দিস্তানের এক জ্যেষ্ঠ রাজনীতিক জানিয়েছেন, হামলার পর থেকে গ্যাসক্ষেত্রটিতে উৎপাদন বন্ধ রাখা হয়েছে।

এক বিবৃতিতে কুর্দিস্তান অঞ্চলের সরকার জানিয়েছে, হামলায় নিহত বিদেশি ওই চার শ্রমিক ইয়েমেন থেকে এসেছিলেন।

ইরাকের প্রেসিডেন্ট আব্দুল লতিফ রাশিদ শনিবার সামাজিক মাধ্যম এক্স এ এক পোস্টে হামলার নিন্দা জানিয়ে বলেছেন, এ হামলায় বেশ কয়েকজন হতাহত হয়েছে এবং স্থানীয় বিদ্যুৎ সরবরাহ ব্যবস্থা ক্ষতিগ্রস্ত হয়েছে।

ড্রোন হামলার পর খোর মোর গ্যাসক্ষেত্র বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রগুলোতে গ্যাস সরবরাহ বন্ধ রেখেছে। এতে বিদ্যুৎ উৎপাদন ২৫০০ মেগাওয়াট হ্রাস পেয়েছে। কোনো গোষ্ঠী এ হামলার দায় স্বীকার করেনি।

খোর মোর ও কেমচেমাল ইরাকের বৃহত্তম গ্যাসক্ষেত্রগুলোর অন্যতম। পার্ল কনসোর্টিয়াম এ দুটি ক্ষেত্রের গ্যাস উত্তোলনের দায়িত্বে আছে।

ইরাক,হামলা,প্রাণ
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close