• রোববার, ১৯ মে ২০২৪, ৫ জ্যৈষ্ঠ ১৪৩১
  • ||

রাফাহ ক্রসিং দখল করেছে ইসরায়েলি বাহিনী

প্রকাশ:  ০৭ মে ২০২৪, ১৭:৪২
পূর্বপশ্চিম ডেস্ক

ইসরায়েলি সামরিক বাহিনী গাজা ও মিশরের সীমান্তবর্তী শহর রাফাহ-এর ফিলিস্তিনি অংশের নিয়ন্ত্রণ নিয়েছে। মঙ্গলবার ইসরায়েলি সামরিক কর্মকর্তারা বিষয়টি নিশ্চিত করেছেন।

মিশর ও গাজার একমাত্র প্রবেশদ্বার হচ্ছে রাফাহ। এই পথ দিয়েই অধিকাংশ বিদেশি ত্রাণ গাজায় প্রবেশ করে।

মঙ্গলবার সকালে একজন সামরিক কর্মকর্তা বলেছেন, ‘এই মুহুর্তে আমাদের রাফাহ ক্রসিং এর গাজার অংশে অপারেশনাল নিয়ন্ত্রণ রয়েছে এবং সীমান্তে নজরদারি করতে আমাদের বিশেষ বাহিনী রয়েছে...আসন্ন ঘন্টাগুলোতে এটিই ঘটছে। অপারেশন শেষ হয়নি...আমি কোনো সময়সীমা দিতে পারছি না।’

মঙ্গলবার গাজা সীমান্ত কর্তৃপক্ষের মুখপাত্র রাফাহ ক্রসিংয়ে ইসরায়েলি ট্যাঙ্কের উপস্থিতির বিষয়টি নিশ্চিত করেছেন। ওই অঞ্চলের ত্রাণ কর্মকর্তারা জানিয়েছেন, ক্রসিং দিয়ে ত্রাণ প্রবেশ বন্ধ করে দেওয়া হয়েছে।

ইসরায়েল এমন সময় রাফাহ ক্রসিং দখল করলো, যখন মিশরের রাজধানী কায়রোতে যুদ্ধবিরতি আলোচনার জন্য উপস্থিত হয়েছে হামাস। সোমবার রাতে হামাস নেতারা জানিয়েছেন, তারা সাম্প্রতিক যুদ্ধবিরতির প্রস্তাব মেনে নেবেন। তবে ইসরায়েল জানিয়েছে, আরো আলোচনার জন্য তারা কায়রোতে প্রতিনিধি পাঠাবে। হামাসের দেওয়া প্রস্তাবে ইসরায়েলের মূল দাবি মেনে নেওয়া হয়নি। তাই ওই প্রস্তাব তেল আবিব মেনে নেবে না।

গাজা,ইসরায়েল,সামরিক বাহিনী
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close