• সোমবার, ২০ মে ২০২৪, ৬ জ্যৈষ্ঠ ১৪৩১
  • ||

আমস্টারডাম বিশ্ববিদ্যালয়ের একটি অংশ দখল ফিলিস্তিনপন্থি বিক্ষোভকারীদের

প্রকাশ:  ০৮ মে ২০২৪, ২০:২০
পূর্বপশ্চিম ডেস্ক

নেদারল্যান্ডসের আমস্টারডাম বিশ্ববিদ্যালয়ের একটি অংশ দখল করেছে ফিলিস্তিনপন্থি বিক্ষোভকারীরা। রাজধানীতে পুলিশের সঙ্গে বিক্ষোভকারীদের এক দিন পর বুধবার ক্যাম্পাসের একটি অংশ দখলের ঘটনা ঘটলো।

পুলিশ জানিয়েছে, বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ তাদের বিক্ষোভ থামাতে বলেনি।

এর আগে মঙ্গলবার রাতে দাঙ্গা পুলিশ একটি বুলডোজার ব্যবহার করে ক্যাম্পাসে বিক্ষোভকারীদের দেওয়া ব্যারিকেডগুলোভেঙে দিয়েছিল। ওই সময় আরেকটি ক্যাম্পাস থেকে ১৬৯ জনকে আটক করা হয়।

মধ্যরাতের ঠিক পরে একটি বিবৃতিতে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ বলেছিল, সোমবার থেকে প্রতিবাদ করা শিক্ষার্থীদের সঙ্গে বসে তারা একটি একটি সমাধান খুঁজে পেত চায়। বিক্ষোভ ও সংঘর্ষের কারণে ক্যাম্পাসের ভবনের ‘যথেষ্ট ক্ষতি হয়েছে।’

রয়টার্স জানিয়েছে, শিক্ষার্থীরা ইসরায়েলের সাথে একাডেমিক সম্পর্কের বিরুদ্ধে প্রতিবাদ করেছে। একইসঙ্গে তারা গাজা যুদ্ধে বিশ্ববিদ্যালয়ের প্রতিক্রিয়ার নিন্দা করেছে।

বিশ্ববিদ্যালয়,ফিলিস্তিনপন্থি,বিক্ষোভ
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close