• শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১
  • ||
শিরোনাম

আরও একঘরে হয়ে পড়বে যুক্তরাষ্ট্র: রয়টার্স

প্রকাশ:  ০৯ নভেম্বর ২০১৮, ১৬:৪২
আর্ন্তজাতিক ডেস্ক

ইরানের বিরুদ্ধে নতুন মার্কিন নিষেধাজ্ঞার ফলে বিশ্বে তেলের দাম ব্যাপক হারে বেড়ে যেতে পারে এবং এতে ওয়াশিংটন আন্তর্জাতিকভাবে আরো একঘরে হয়ে পড়বে বলে রয়টার্সের এক প্রতিবেদনে সতর্ক করে দেওয়া হয়েছে।

বিভিন্ন কর্মকর্তা এবং বিশ্লেষকদের বরাত দিয়ে প্রতিবেদনে বলা হয়েছে, মার্কিন নিষেধাজ্ঞার ধাক্কায় আগামী বছর ইরানে হয়ত কিছু মন্দাভাব দেখা দিতে পারে তবে অর্থনীতি পুরোপুরি ভেঙে পড়ার কোনো সম্ভাবনা নেই। একজন ইউরোপীয়ান কূটনীতিকের বরাত দিয়ে রয়টার্সের প্রতিবেদন আরো বলা হয়েছে, তেলের মূল্য বেড়ে যাওয়ায় ২০১৬ সালের আগের সময়ের তুলনায় বর্তমানে ইরানের পরিস্থিতি ভালো অবস্থায় আছে এবং বাস্তবতা হচ্ছে এখন একঘরে হয়ে পড়ছে।

ইরান সরকারের কর্মকর্তারাও ওই কূটনীতিকের অনুরূপ মন্তব্য করে বলেছেন, সম্প্রতি তেলের দাম বেড়ে যাওয়ার ফলে ইরানের তেল রপ্তানীর ওপর মার্কিন নিষেধাজ্ঞা কোনো প্রভাব বিস্তার করতে পারেনি।

ইরানের পরিকল্পনা এবং বাজেট বিষয়ক সংস্থার প্রধান মোহাম্মদ বাকের নোবাখত গত মাসে বলেছেন, ইরানের তেলের ওপর নিষেধাজ্ঞা দিয়ে তার রপ্তানীর পরিমাণ কমিয়ে দেয়ার মাধ্যম ট্রাম্প প্রশাসন তেহরানের তেলের আয় শূণ্যে নামিয়ে আনতে চেয়েছিল। তবে তেলের দাম বেড়ে যাওয়ার ফলে সে ধরনের কোনো পরিস্থিতির সৃষ্টি হয়নি।

/রবিউল

ইরান,ওয়াশিংটন,মোহাম্মদ বাকের নোবাখত
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close