• শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১
  • ||
শিরোনাম

আমবাগানে পুলিশ মোতায়েন স্থগিতের শুনানি আজ

প্রকাশ:  ১৬ এপ্রিল ২০১৯, ১১:৩৫
নিজস্ব প্রতিবেদক
আমবাগান। ফাইল ছবি

রাজশাহী অঞ্চলের আমবাগানগুলোতে কেমিক্যাল ব্যবহার রোধে পুলিশ মোতায়েন করতে হাইকোর্ট যে আদেশ দিয়েছিলেন, তা স্থগিত চেয়ে রাষ্ট্রপক্ষের করা আবেদনের ওপর শুনানি হবে আজ।

মঙ্গলবার (১৬ এপ্রিল) আপিল বিভাগের বিচারপতি নুরুজ্জামানের চেম্বারজজ আদালতে এই শুনানি অনুষ্ঠিত হবে বলে নিশ্চিত করেছেন অ্যাডভোকেট মনজিল মোরসেদ।

এর আগে সোমবার আপিল বিভাগের সংশ্লিষ্ট শাখায় আমবাগান পুলিশ মোতায়েনের সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল করা হয়।

গত ৯ এপ্রিল রাজশাহী অঞ্চলের আমবাগানগুলোতে কেমিক্যাল ব্যবহার রোধে পুলিশ মোতায়েনের নির্দেশ দেন হাইকোর্ট। রাজশাহীর বিভাগীয় কমিশনার ও রাজশাহী রেঞ্জের ডিআইজিকে আগামী সাত দিনের মধ্যে এ নির্দেশ বাস্তবায়ন করতে বলা হয়েছে।

এক সম্পূরক আবেদনের প্রেক্ষিতে বিচারপতি এফ আর এম নাজমুল আহাসান ও বিচারপতি কে এম কামরুল কাদেরের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এই আদেশ দেন।

একইসঙ্গে ফলের বাজার ও গুদামগুলোতে যেন আমে কেমিক্যাল ব্যবহার করতে না পারে, সেজন্য পর্যবেক্ষণ টিম গঠন করতে বলা হয়েছে। পুলিশের আইজি, বিএসটিআইয়ের চেয়ারম্যান, র‌্যাবের মহাপরিচালককে এ আদেশ বাস্তবায়ন করে এক মাসের মধ্যে প্রতিবেদন দিতে বলা হয়েছে। আদালত বলেছেন, ক্ষতিকর কেমিক্যাল ব্যবহারের কারণেই মানুষের শরীরে রোগব্যাধি সৃষ্টি হচ্ছে।

ওইদিন আদালতে রিটের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট মনজিল মোরসেদ।


পিবিডি/এসএম

আমবাগান,হাইকোর্ট,আদালত
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close