• বুধবার, ১৫ মে ২০২৪, ১ জ্যৈষ্ঠ ১৪৩১
  • ||

নারীর প্রতি বৈষম্য দূর করতে হাইকোর্টের রুল

প্রকাশ:  ০৮ মার্চ ২০২২, ১৪:২৪ | আপডেট : ০৮ মার্চ ২০২২, ১৪:৩২
নিজস্ব প্রতিবেদক

চাকরি ও উত্তরাধিকারসহ সমাজের সকল ক্ষেত্রে নারী পুরুষের বৈষম্য কেন অবৈধ ঘোষণা করা হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট।

মঙ্গলবার (৮ মার্চ) আন্তর্জাতিক নারী দিবসকে সম্মান করে বিচারপতি মো. রইস উদ্দিনের একক হাইকোর্ট বেঞ্চ স্ব-প্রণোদিত হয়ে এ রুল রুল জারি করেন। আইন সচিব, নারী ও শিশু মন্ত্রণালয়ের সচিবসহ সংশ্লিষ্টদের রুলের জবাব দিতে বলা হয়েছে।

সহকারী অ্যাটর্নি জেনারেল জাকির হোসেন মাসুদ বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।

এদিকে আন্তর্জাতিক নারী দিবসে নারীদের প্রতি সম্মান দেখিয়ে হাইকোর্টের আরেকটি বেঞ্চ মামলার শুনানির ক্ষেত্রে নারী আইনজীবীদের অগ্রাধিকার দিয়েছেন।

বিচারপতি জাহাঙ্গীর হোসেন সেলিম ও বিচারপতি মো. আতোয়ার রহমানের বেঞ্চ বিচারকাজের শুরুতে বলেন, আজ নারী আইনজীবীদের মামলা আগে শুনব।

সংশ্লিষ্ট কোর্টের ডেপুটি অ্যাটর্নি জেনারেল সারওয়ার হোসেন বাপ্পী বলেন, নারী দিবস উপলক্ষে আদালত বলেছেন নারী আইনজীবীদের মামলা শুনানি শেষে কোর্টের সময় থাকলে পুরুষ আইনজীবীদের মামলা শুনব। রাষ্ট্রপক্ষে আজ দুই নারী সহকারী অ্যাটর্নি জেনারেল মৌদুদা বেগম মলি ও হাসিনা মোমতাজকে শুনানি করতে বলেছেন।

উল্লেখ্য, ৮ মার্চ আন্তর্জাতিক নারী দিবস। এ বছরের নারী দিবসে জাতিসংঘের স্লোগান ‘নারীর সুস্বাস্থ্য ও জাগরণ’। নারীর প্রতি সবরকম বৈষম্য ও অন্যায়-অবিচারের অবসান ঘটিয়ে একটি সুখী, সমৃদ্ধ ও গণতান্ত্রিক বিশ্ব গড়ার কাজে পুরুষের সমান অবদান রাখার প্রত্যয় নিয়ে নারীর এগিয়ে চলা আরও বেগবান করতে বিশ্বজুড়ে দিবসটি পালিত হচ্ছে।

এবারের আন্তর্জাতিক নারী দিবসের মূল প্রতিপাদ্য হলো, ‘নারী-পুরুষের সমতা, টেকসই আগামীর মূল কথা (Gender equality today for a sustainable tomorrow)’।

পূর্বপশ্চিম/এসকে

হাইকোর্ট,আদালত,নারী
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close