• বুধবার, ১৫ মে ২০২৪, ১ জ্যৈষ্ঠ ১৪৩১
  • ||

জামিন পেয়েছেন পিয়াসা

প্রকাশ:  ১৫ মার্চ ২০২২, ২০:০৩
নিজস্ব প্রতিবেদক

বহুল আলোচিত মোসারাত জাহান মুনিয়া হত্যা মামলার অন্যতম আসামি মডেল ফারিয়া মাহাবুব পিয়াসাকে জামিন দিয়েছেন হাইকোর্ট।

মঙ্গলবার (১৫ মার্চ) বিচারপতি জাহাঙ্গীর হোসেন ও বিচারপতি মো. আতোয়ার রহমান সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ রুলের চূড়ান্ত শুনানি নিয়ে এই রায় দেন।

আদালতে পিয়াসার পক্ষে শুনানি করেন আইনজীবী শাহ মঞ্জুরুল হক ও নোমান হোসাইন তালুকদার। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল সারওয়ার হোসেন বাপ্পী। পরে আইনজীবী নোমান হোসাইন তালুকদার সাংবাদিকদের বলেন, ‘এই রায়ের মাধ্যমে পিয়াসার মুক্তিতে আর কোনো বাধা রইলো না।’

তিনি জানান, পিয়াসার বিরুদ্ধে আরেকটি মামলা থাকলেও তাতে তিনি জামিন পেয়েছেন।

গত বছরের ৬ সেপ্টেম্বর কলেজছাত্রী মোসারাত জাহান মুনিয়াকে ধর্ষণের পর হত্যার অভিযোগে বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান আহমদ আকবর সোবহান, ব্যবস্থাপনা পরিচালক সায়েম সোবহান আনভীরসহ আটজনের বিরুদ্ধে মামলাটি হয়। মুনিয়ার বোন নুসরাত জাহান বাদী হয়ে মামলা করেন।

পরে এ মামলায় পিয়াসা গত বছরের ডিসেম্বরে হাইকোর্টে জামিন আবেদন করেন। ওই আবেদনের শুনানি নিয়ে রুল জারি করেন হাইকোর্ট। মঙ্গলবার রুল নিষ্পত্তি করে রায় দেওয়া হয়।

পূর্বপশ্চিম- এনই

ফারিয়া মাহবুব পিয়াসা,মডেল পিয়াসা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close