• রোববার, ১৯ মে ২০২৪, ৫ জ্যৈষ্ঠ ১৪৩১
  • ||

১৬ বিচারকের পদোন্নতি

প্রকাশ:  ১৬ এপ্রিল ২০২২, ১০:৩৩
নিজস্ব প্রতিবেদক

বিচারিক আদালতের ১৬ বিচারককে পদোন্নতি দেওয়া হয়েছে। অতিরিক্ত জেলা ও দায়রা জজ পদ থেকে জেলা ও দায়রা জজ পদে পদোন্নতি পেয়েছেন জুডিশিয়াল সার্ভিস কমিশনের এই কর্মকর্তারা।

রাষ্ট্রপতির আদেশক্রমে আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়। বুধবার (১৩ এপ্রিল) প্রজ্ঞাপনটি জারি হলেও বিষয়টি জানা গেছে আজ শনিবার (১৬ এপ্রিল)।

মন্ত্রণালয়ের উপ-সচিব শেখ গোলাম মাহবুবের সই করা প্রজ্ঞাপনে বলা হয়, সুপ্রিম কোর্টের সঙ্গে পরামর্শক্রমে জুডিশিয়াল সার্ভিসের এসব কর্মকর্তাকে বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস (বেতন-ভাতাদি) আদেশ, ২০১৬ এর বেতন স্কেলের প্রথম গ্রেডে ৭০৯২৫-৭৬৩৫০ বেতনক্রমে অতিরিক্ত জেলা ও দায়রা জজ পদ থেকে জেলা ও দায়রা জজ পদে পদোন্নতি প্রদানপূর্বক পুনরাদেশ না দেওয়া পর্যন্ত তাদের নামের পাশে বর্ণিত পদে ও কর্মস্থলে নিয়োগ/বদলি করা হলো।

এছাড়া এসব কর্মকর্তাকে জেলা ও দায়রা জজ/মহানগর দায়রা জজ মনোনীত কর্মকর্তা/পরবর্তী জ্যেষ্ঠ কর্মকর্তার কাছে ২০ এপ্রিলের মধ্যে বর্তমান পদের দায়িত্ব অর্পণ করে নতুন কর্মস্থলে অবিলম্বে যোগদানের অনুরোধ করা হলো।

পূর্ব পশ্চিম/জেআর

বিচারক
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close