• সোমবার, ১৩ মে ২০২৪, ৩০ বৈশাখ ১৪৩১
  • ||

প্রশ্ন ফাঁস

বিমানের পাঁচ কর্মকর্তা-কর্মচারী রিমান্ডে

প্রকাশ:  ২২ অক্টোবর ২০২২, ১৯:৩৫
নিজস্ব প্রতিবেদক

নিয়োগ পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের অভিযোগে গ্রেপ্তার বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের পাঁচ কর্মকর্তা-কর্মচারীর ছয় দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। শনিবার (২২ অক্টোবর) ঢাকা মহানগর হাকিম শান্তা আক্তারের আদালত এ রিমান্ড মঞ্জুর করেন।

এর আগে শুক্রবার রাতে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে গোয়েন্দা পুলিশ (ডিবি)। রাজধানীর দক্ষিণখান থানার সাধারণ ডায়েরি (জিডি) মূলে শনিবার তাদের আদালতে হাজির করে ১০ দিনের রিমান্ড আবেদন করা হয়। শুনানি শেষে বিচারক ৬ দিনের রিমান্ড মঞ্জুর করে আদেশ দেন।

রিমান্ডে যাওয়া ব্যক্তিরা হলেন- আওলাদ হোসেন, মো. জাহাঙ্গীর আলম, এনামুল হক, মো. হারুন-অর-রশিদ ও মাহফুজুল আলম।

শুক্রবার বিকেলে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ১০টি পদে নিয়োগের লিখিত পরীক্ষা ছিলো। বিমানে জুনিয়র অপারেটর জিএসই, জুনিয়র টেইলার কাম আপহোলস্টার, জুনিয়র এয়ারকন মেকানিকসহ বিভিন্ন পদে নিয়োগের লক্ষ্যে এ পরীক্ষা নেওয়ার কথা ছিলো। তবে প্রশ্ন ফাঁসের বিষয়টি জানার পর পরীক্ষা স্থগিত ঘোষণা করে বিমান বাংলাদেশ এয়ার লাইনস।

এরপর রাতেই অভিযান চালিয়ে এই পাঁচজনকে গ্রেপ্তার করে ডিবির লালবাগ বিভাগ। পুলিশ জানায়, গ্রেপ্তারদের কাছ থেকে ফাঁস হওয়া প্রশ্নপত্রের ফটোকপি, প্রশ্নপত্র বিক্রির ২৫ হাজার টাকা এবং ফাঁস হওয়া প্রশ্নের অনলাইনে আদান প্রদানের তথ্য সম্বলিত বেশ কয়েকটি মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে।

শনিবার দুপুরে ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (গোয়েন্দা) মোহাম্মদ হারুন অর রশীদ জানান, একটি অসাধুচক্র বিমান বাংলাদেশ এয়ারলাইনসের কিছু কর্মকর্তা ও কর্মচারীর যোগসাজশে পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস করে। পরে নিয়োগপ্রত্যাশীদের কাছ থেকে মোটা অংকের টাকার বিনিময়ে নিয়োগ পরীক্ষার প্রশ্নপত্রের ফটোকপি/সফটকপি বিক্রি করে। অবৈধ অস্ত্র-উদ্ধার ও মাদক নিয়ন্ত্রণ টিম অভিযান পরিচালনা করে সেই চক্রের এই ৫ সদস্যকে গ্রেপ্তার করে।

তিনি বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতার ব্যক্তিরা জানান তারা ছাড়াও বিমান বাংলাদেশ এয়ারলাইনসের আরও কয়েকজন কর্মকর্তা-কর্মচারী প্রশ্ন ফাঁস প্রক্রিয়ার সঙ্গে জড়িত। এ চক্রের সঙ্গে পলাতক মাসুদ ডিজিএমের (সিকিউরিটি) গাড়িচালক এবং পলাতক মাহবুব আলী ব্যবস্থাপনা পরিচালকের গাড়িচালক জড়িত।

হারুন অর রশিদ বলেন, বিমান বাংলাদেশ এয়ারলাইনসের নিয়োগ কমিটি এবং প্রশ্ন প্রণয়ন কার্যক্রমে পরিচালক প্রশাসন, জিএম প্রশাসন, ডিজিএম সিকিউরিটি, ম্যানেজারসহ দায়িত্বশীল ব্যক্তিরা সম্পৃক্ত থাকেন। তারপরও এ ধরনের প্রশ্ন ফাঁসের ঘটনায় প্রতিষ্ঠানের কর্মচারীদের সংশ্লিষ্টতা প্রতিষ্ঠানের ভাবমূর্তিকে ক্ষুণ্ন করে।

পূর্বপশ্চিমবিডি/এসএম

কর্মকর্তা-কর্মচারী,রিমান্ড,বিমান,প্রশ্ন,ফাঁস
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close