• রোববার, ১৯ মে ২০২৪, ৫ জ্যৈষ্ঠ ১৪৩১
  • ||

ফরিদপুরে মাদক মামলায় ২ আসামির যাবজ্জীবন

প্রকাশ:  ২৩ অক্টোবর ২০২২, ১৬:৫২
ফরিদপুর প্রতিনিধি

ফরিদপুরে মাদক নিয়ন্ত্রণ আইনে করা মামলায় দুই আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড এবং উভয়কে ১০ হাজার টাকা করে জরিমানা করেছেন আদালত।

রোববার (২৩ অক্টোবর) দুপুরে ফরিদপুরের অতিরিক্ত দায়রা জজ প্রথম আদালতের বিচারক অশোক কুমার দত্ত এ আদেশ দেন।

দণ্ডপ্রাপ্ত দুই আসামি হলেন ফরিদপুর শহরের উত্তর আলীপুর মহল্লার পান্নু বিশ্বাস (৫৪) ও সাতক্ষীরার কলারোয়া উপজেলার রামভদ্রপুর গ্রামের রিপন গাজী (৩৮)। রায় ঘোষণার সময় পান্নু বিশ্বাস আদালতে হাজির ছিলেন। আর রিপন গাজী এখনো পলাতক রয়েছেন।

২০১৩ সালের ১৭ মে সন্ধ্যায় ফরিদপুর সদরের গঙ্গাবর্দী বেইলি সেতুর এলাকায় একটি মোটরসাইকেল থেকে ওই দুই ব্যক্তিকে আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে ৫০ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়। পরে র‌্যাবের ডি এডি মো. ফিলিপ্স আলি বাদী হয়ে ফরিদপুর কোতোয়ালি থানায় মাদক নিয়ন্ত্রণ আইনে এ মামলাটি দায়ের করেন।

যাবজ্জীবন,ফরিদপুর,মাদক মামলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close