• শনিবার, ০৪ মে ২০২৪, ২১ বৈশাখ ১৪৩১
  • ||
শিরোনাম

৪২ ঘণ্টায় হত্যা মামলায় চার্জশিট: সেই এসআইকে বরখাস্তের নির্দেশ

প্রকাশ:  ০৩ এপ্রিল ২০২৩, ১৬:৪৭
নিজস্ব প্রতিবেদক

মানিকগঞ্জ সদরের মো. রুবেল হত্যা মামলার ‘লাশ উদ্ধার থেকে অভিযোগপত্র, ৪২ ঘণ্টার অবিশ্বাস্য তদন্ত’র ঘটনা মামলাটির তদন্ত কর্মকর্তা মানিকগঞ্জ সদর থানার উপ-পরিদর্শক (এসআই) মাসুদুর রহমানকে সাময়িক বরখাস্ত করতে জেলার পুলিশ সুপারকে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।

একই সঙ্গে এ ঘটনার নতুন করে তদন্ত করতে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই) প্রধানকে নির্দেশ দিয়েছেন আদালত।

পুলিশ সুপারের নিচে নয়, এমন কর্মকর্তা দিয়ে ৬০ দিনের মধ্যে এ ঘটনা এবং মামলাটির পুনঃতদন্ত করতে বলা হয়েছে।

কেস ডকেটসহ ৩ এপ্রিল মাসুদুর রহমান আদালতে হাজির হওয়ার পর সোমবার বিচারপতি মো. বদরুজ্জামান ও বিচারপতি এস এম মাসুদ হোসাইন দোলনের হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।

আদালতে আবেদনের পক্ষে শুনানি করেন আইনজীবী শিশির মনির। রাষ্ট্র পক্ষে ছিলেন ডেপুটি অ্যাটনি জেনারেল সুজিত চ্যাটাজি বাপ্পি।

এসআই
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close