• শনিবার, ১৮ মে ২০২৪, ৪ জ্যৈষ্ঠ ১৪৩১
  • ||

ট্রেন সার্ভিসের মাধ্যমে রাজধানীর ওপর চাপ কমবে: চিফ হুইপ

প্রকাশ:  ০৪ মে ২০২৪, ১৮:৪০
পূর্বপশ্চিম ডেস্ক

ট্রেন সার্ভিসের মাধ্যমে রাজধানী ঢাকার ওপর মানুষের চাপ অনেকটাই কমে আসবে বলে মন্তব্য করেছেন জাতীয় সংসদের চিফ হুইপ নূর-ই-আলম চৌধুরী এমপি। তিনি বলেন, ‘আমাদের এলাকার অসংখ্য লোক ঢাকায় বসবাস করেন। অনেকে কষ্টে, অমানবিকভাবে বসবাস করেন। শিবচর থেকে ট্রেনের মাধ্যমে ঢাকায় অফিস করার সুযোগ হলে অনেকে শিবচর ফিরে আসবেন।’

শনিবার (৪ মে) সকালে পদ্মাসেতু হয়ে ঢাকা-ভাঙ্গা রুটে নতুন কমিউটার ট্রেন উদ্বোধনকালে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

এ সময় চিফ হুইপ বলেন, ‘আমরা চাই, আস্তে আস্তে রাজধানীর চাপটা যেন কমে আসে। আমরা চাই, তারা শিবচরে ফিরে আসুক। শুধু তাই নয়, শিবচর থেকে ঢাকায় গিয়ে অফিস করার সুযোগ দিলে শিবচরের বাইরের লোকজনও শিবচরে এসে বসবাস শুরু করবে।’

তিনি আরও বলেন, ‘সারা বাংলাদেশেই যদি রেলপথের ব্যবস্থা হয়, তাহলে ইনশাআল্লাহ ঢাকা শহরের অনেক সমস্যা সমাধান হবে। পৃথিবীর উন্নত সব দেশে রেল সার্ভিসের মাধ্যমে মানু্ষ এ সুযোগ পেয়ে থাকে। ভারত, মালয়শিয়াসহ অনেক দেশে মানুষ রেলে যেয়ে-এসে অফিস করে। ইনশাআল্লাহ আমাদেরও সেই স্বপ্ন পূরণ হবে।’

সকালে শিবচর স্টেশন থেকে নতুন কমিউটার ট্রেনের উদ্বোধন করেন রেলমন্ত্রী জিল্লুল হাকিম, জাতীয় সংসদের চিফ হুইপ নূর-ই-আলম চৌধুরীসহ সংশ্লিষ্টরা।

প্রতিদিন সকাল ৭ টা ১৫ মিনিটে ভাঙ্গা স্টেশন থেকে ট্রেনটি ছেড়ে শিবচর স্টেশন, পদ্মা স্টেশন, মাওয়া স্টেশন হয়ে রাজধানীতে পৌঁছাবে। সন্ধ্যায় ঢাকা থেকে ছেড়ে ভাঙ্গা আসবে।

ট্রেন,চিফ হুইপ,রাজধানী

সারাদেশ

অনুসন্ধান করুন
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close