• শুক্রবার, ১৭ মে ২০২৪, ৩ জ্যৈষ্ঠ ১৪৩১
  • ||

স্বাস্থ্যের মিঠুর সম্পদ জব্দ ও বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা চেয়ে আবেদন

প্রকাশ:  ১৯ অক্টোবর ২০২৩, ১৪:৫৬
নিজস্ব প্রতিবেদক

স্বাস্থ্য খাতে আলোচিত ও প্রভাবশালী ঠিকাদার মোতাজ্জেরুল ইসলাম ওরফে মিঠুর ৭৪ কোটি টাকার সম্পদ জব্দ ও তার বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা চেয়ে আবেদন করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

বুধবার (১৮ অক্টোবর) দুদকের প্রধান কার্যালয় থেকে এ বিষয়ে পৃথক আবেদন সংশ্লিষ্ট দপ্তরে পাঠানো হয়েছে। কমিশনের অনুমোদনক্রমে অনুসন্ধানকারী টিম প্রধান উপপরিচালক মো. মশিউর রহমান এমন আবেদন করেছেন বলে জানা গেছে।

সম্পর্কিত খবর

    দুদকের ঊর্ধ্বতন এক কর্মকর্তা গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।

    স্বাস্থ্য খাতে সব ধরনের টেন্ডার ও কেনাকাটায় একচ্ছত্র আধিপত্য ছিল মিঠুর। আমেরিকাসহ কয়েকটি দেশেও বিপুল সম্পদ রয়েছে তার। তার বিরুদ্ধে অর্থ পাচারের একটি অভিযোগে দুদকের অনুসন্ধান চলমান রয়েছে। ২০২০ সালের ৬ আগস্ট মাস্ক-পিপিই ক্রয় দুর্নীতির অনুসন্ধানে মো. মোতাজ্জেরুল ইসলাম মিঠুকে তলব করা হলেও অসুস্থতার কারণ দেখিয়ে হাজির হননি তিনি।

    • সর্বশেষ
    • সর্বাধিক পঠিত
    close