• শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১
  • ||
শিরোনাম

জামায়াতের নিবন্ধন অবৈধ ঘোষণার রায় বহাল

প্রকাশ:  ১৯ নভেম্বর ২০২৩, ১৪:০৫
নিজস্ব প্রতিবেদক

রাজনৈতিক দল হিসেবে বাংলাদেশ জামায়াতে ইসলামীর নিবন্ধন অবৈধ ঘোষণা করে হাইকোর্টের দেওয়া রায়ের বিরুদ্ধে করা আপিল খারিজ করে দিয়েছেন দেশের সর্বোচ্চ আদালত।

রোববার (১৯ নভেম্বর) প্রধান বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বে ছয় বিচারপতির বেঞ্চ এ আদেশ দেন।

২০০৯ সালে বাংলাদেশ তরিকত ফেডারেশনের তৎকালীন সেক্রেটারি জেনারেল সৈয়দ রেজাউল হক চাঁদপুরী, জাকের পার্টির মহাসচিব মুন্সি আবদুল লতিফ, সম্মিলিত ইসলামী জোটের প্রেসিডেন্ট মাওলানা জিয়াউল হাসানসহ ২৫ জন জামায়াতের নিবন্ধনের বৈধতা চ্যালেঞ্জ রিট করেন।

এর আগের বছর অর্থাৎ ২০০৮ সালের ৪ নভেম্বর জামায়াত ইসলামীকে সাময়িক নিবন্ধন দেয়া হয়।

২০১৩ সালের ১ আগস্ট রিটের চূড়ান্ত শুনানি নিয়ে সংখ্যাগরিষ্ঠ মতের ভিত্তিতে রাজনৈতিক দল হিসেবে জামায়াতের নিবন্ধন অবৈধ ঘোষণা করে রায় দেন হাইকোর্ট। ওই বছরই দলটির পক্ষ থেকে এ রায়ের বিরুদ্ধে লিভ টু আপিল করে।

পূর্বপশ্চিমবিডি/এসএম

বহাল,জামায়াত,রায়,ঘোষণা,নিবন্ধন
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close