• শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১
  • ||
শিরোনাম

মামলা দায়েরের ১৩ বছর পর মাদক বিক্রেতার দুই বছরের দণ্ড

প্রকাশ:  ১৪ মার্চ ২০১৯, ১১:১১
ফেনী প্রতিনিধি

ফেনীতে মো. ওয়ালী উল্যাহ (৩৭) নামের এক মাদক বিক্রেতাকে দুই বছরের বিনাশ্রম কারাদণ্ড ও দুই হাজার টাকা অর্থদন্ড অনাদায়ে আরও একমাসের সাজা দিয়েছে আদালত।

বুধবার (১৩ মার্চ) যুগ্ম দায়রা জজ ২য় আদালতের বিচারক অসীম কুমার দে এ রায় দেন।

আদালতের এপিপি এএসএম শহীদুল্লাহ জানান, ২০০৬ সালের ২২ সেপ্টেম্বর ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ফতেহপুর রেল ক্রসিং এলাকা থেকে ১০ বোতল ফেন্সিডিলসহ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের এক অভিযানে আটক হন মো. ওয়ালী উল্যাহ। পরে এই ঘটনায় অধিদপ্তরের এএসআই বাহা উদ্দিন বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা দায়ের করেন।

মামলায় দুইজন স্বাক্ষী জবানবন্দি শেষে সন্দেহাতীত ভাবে ঘটনা প্রমাণিত হওয়ায় দীর্ঘ ১৩ বছর পর আদালত রায় ঘোষণা করেন। রায়ে মামলার আসামী কুমিল্লা জেলার কতোয়ালী থানার বাবুবন এলাকার মো. আবুল হাশেমের ছেলে মো. ওয়ালী উল্যাহকে দুই বছরের বিনাশ্রম কারাদণ্ড ও দুই হাজার টাকা অর্থদন্ড অনাদায়ে আরও একমাসের সাজা প্রদান করেন। আসামী মো. ওয়ালী উল্যাহ জমিন নিয়ে পলাতক রয়েছেন।


পিবিডি/এসএম

ফেনী,কারাদণ্ড,আদালত
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close