• বুধবার, ১৫ মে ২০২৪, ১ জ্যৈষ্ঠ ১৪৩১
  • ||

রেঞ্জ দিয়ে নাট খোলার পর ভিডিও করেন মাহদি

প্রকাশ:  ৩০ জুন ২০২২, ১৬:৫০
নিজস্ব প্রতিবেদক

পদ্মা সেতুর নাট প্রথমে রেঞ্জ দিয়ে খুলে ঢিল করে পরে হাত দিয়ে খোলার ভিডিও বানান মাহদি হাসান (২৭)। আর এজন্য সঙ্গে করে রেঞ্চ নিয়ে গিয়েছিলেন তিনি।

বৃহস্পতিবার রাজধানীর মিন্টো রোডে অবস্থিত ডিএমপি মিডিয়া সেন্টারে এক সংবাদ সম্মেলনে এই তথ্য জানান ঢাকা মহানগর পুলিশের কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) প্রধান মো. আসাদুজ্জামান।

তিনি বলেন, পদ্মা সেতুর উদ্বোধনের পরদিন যখন সবার জন্য সেতু উন্মুক্ত করা হয় সেদিন মাহদি রেঞ্চ নিয়ে সেখানে যায়। সে রেঞ্চ দিয়ে সেতুর নাট-বল্টু খোলে। সে নাট-বল্টু খোলার পরিকল্পনা করেই সেতুতে যায়।

মাহদি এক সময় ছাত্রশিবিরের সদস্য ছিল। তার বাড়ি মুন্সীগঞ্জে। তিনি তামিরুল মিল্লাত নামে একটি মাদরাসা থেকে দাখিল ও আলিম পাস করেন।

এর আগে বুধবার দিবাগত রাতে লক্ষ্মীপুর থেকে মাহদিকে গ্রেপ্তার করে সিটিটিসি।

পূর্বপশ্চিম- এনই

রেঞ্জ,পদ্মা সেতু,নাট খোলার ভিডিও
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close