• শনিবার, ১১ মে ২০২৪, ২৮ বৈশাখ ১৪৩১
  • ||

জাবির ভর্তি পরীক্ষায় অর্থ আত্মসাতের অভিযোগে তদন্ত কমিটি

প্রকাশ:  ২০ জানুয়ারি ২০২২, ১৮:৩৭
জাবি প্রতিনিধি

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) শিক্ষক ও কর্মকর্তা-কর্মচারীদের বিরুদ্ধে ভর্তি পরীক্ষার ফরম বিক্রির ক্ষেত্রে অনিয়ম ও অর্থ আত্মসাতের অভিযোগ তদন্তে তিন সদস্যের কমিটি গঠন করা হয়েছে।

বৃহস্পতিবার (২০ জানুয়ারি) বিকালে গণমাধ্যমে পাঠানো বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়।

কমিটিতে বিশ্ববিদ্যালয় ইউজিসির সদস্য ড. মো. আবু তাহেরকে আহ্বায়ক করা হয়েছে। এছাড়া অন্য সদস্যরা হলেন, ইউজিসির অর্থ ও হিসাব বিভাগের উপপরিচালক মো. মোস্তাফিজুর রহমান ও পাবলিক, বিশ্ববিদ্যালয় ম্যানেজমেন্ট বিভাগের সিনিয়র সহকারী পরিচালক মো. গোলাম দস্তগীর।

অফিস আদেশে বলা হয়, দুর্নীতি দমন কমিশন থেকে প্রাপ্ত পত্রের পরিপ্রেক্ষিতে জাবির শিক্ষক ও কর্মকর্তা-কর্মচারীদের বিরুদ্ধে ২০১৯-২০২০ শিক্ষাবর্ষে প্রথম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণীতে ভর্তি পরীক্ষার ফরম বিক্রির ক্ষেত্রে আনীত অনিয়ম ও অর্থ আত্মসাতের অভিযোগের বিষয়ে তদন্তের জন্য একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।


পূর্বপশ্চিমবিডি/এএন

জাহাঙ্গিরনগর বিশ্ববিদ্যালয়,অনিয়ম,অর্থ আত্মসাতের অভিযোগ
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close