• সোমবার, ২৯ এপ্রিল ২০২৪, ১৬ বৈশাখ ১৪৩১
  • ||
শিরোনাম

হাসপাতালেও অনশন চালিয়ে যাচ্ছেন শাবিপ্রবির ১৬ শিক্ষার্থী

প্রকাশ:  ২২ জানুয়ারি ২০২২, ১৬:০৩ | আপডেট : ২২ জানুয়ারি ২০২২, ১৬:২৮
শাবিপ্রবি প্রতিনিধি

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদের পদত্যাগের দাবিতে অনশনরত শিক্ষার্থীদের ১৬ জন অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি রয়েছেন। হাসপাতালেই তারা অনশন চালিয়ে যাচ্ছেন। কেউ খাবার ও পানীয় গ্রহণ করতে চাচ্ছেন না।

শনিবার (২২ জানুয়ারি) বেলা ১১টা ২০ মিনিটের দিকে অনশনকারী বিশ্ববিদ্যালয়ের পদার্থবিজ্ঞান বিভাগের চতুর্থ বর্ষের ছাত্র শাহরিয়ার আবেদীনকে অ্যাম্বুলেন্সে হাসপাতালে নেওয়া হয়েছে।

আন্দোলনরত শিক্ষার্থীদের সমন্বয়ক নাজমুল হাসান বলেন, অনশনরত ২৩ জনের মধ্যে যে ১৬ জনকে হাসপাতালে নেওয়া হয়েছে তারাও অনশন চালিয়ে যাচ্ছেন। ২৩ জনের সবাই কেউ কোনো ধরনের খাবার বা পানীয় নিচ্ছেন না। এমনকি তারা স্যালাইনও খেতে চাচ্ছেন না। বাধ্য হয়ে শিরায় স্যালাইন দিতে হচ্ছে। পাশাপাশি চিকিৎসা চলছে।

তিনি আরো বলেন, সমস্যা বাড়ছে। একজন ছাত্রের জ্বর চলে এসেছে। এছাড়া একজন ছাত্রীকে মুখে খাবার না দেওয়া গেলে তার অবস্থা বিপদের দিকে যেতে পারে বলে সতর্ক করেছেন মেডিসিন বিভাগের প্রধান শিশির রঞ্জন চক্রবর্তী।


পূর্বপশ্চিমবিডি/এএন/এসকে

শাবিপ্রবি,অনশনে শিক্ষার্থীরা,অসুস্থ
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close