• বুধবার, ১৫ মে ২০২৪, ১ জ্যৈষ্ঠ ১৪৩১
  • ||

রাবি ছাত্রকে চাপা দেওয়া ট্রাকের চালক আটক

প্রকাশ:  ০২ ফেব্রুয়ারি ২০২২, ১৪:৫৭
নিজস্ব প্রতিবেদক

রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) ক্যম্পাসে শিক্ষার্থী হিমেলকে চাপা দেওয়া ট্রাকের চালককে আটক করেছে পুলিশ।

বুধবার (২ ফেব্রুয়ারি) দুপুরে কাশিয়াডাঙ্গা থানা পুলিশ নিজ বাড়ি থেকে তাকে আটক করা হয়।

আটক চালকের নাম মো. টিটু (৪২)। তার বাড়ি কাশিয়াডাঙ্গা থানার বালিয়ায়।

বিষয়টি নিশ্চিত করে নগর গোয়েন্দা পুলিশের উপ-কমিশনার আরেফিন জুয়েল জানান, শিক্ষার্থীকে চাপা ট্রাক ড্রাইভারকে আটক করা হয়েছে। তাকে ডিবি কার্যালয়ে আনা হয়েছে।

প্রসঙ্গত, মঙ্গলবার (০১ ফেব্রুয়ারি) রাত ৯টার দিকে শহীদ ড. হবিবুর রহমান হলের সামনে ক্যাম্পাসে নির্মাণাধীন ভবনের সামগ্রী আনার কাজে ব্যবহৃত ট্রাকচাপায় চারুকলা অনুষদের গ্রাফিক ডিজাইন বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী মাহবুব হাবিব হিমেল নিহত হন। তিনি শহীদ শামসুজ্জোহা হলের আবাসিক ছাত্র ও রাজশাহী বিশ্ববিদ্যালয় ড্রামা এসোসিয়েশনের (রুডা) সাধারণ সম্পাদক ও কেন্দ্রীয় সাংস্কৃতিক জোটের দফতর সম্পাদক ছিলেন।

এ ঘটনায় সিরামিক ও ভাস্কর্য বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী রায়হান প্রামাণিক আহত হন। তিনি রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।


পূর্বপশ্চিম/এএন/এসকে

রাবি,ট্রাকচাপায়,শিক্ষার্থী নিহত,চালক আটক
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close