• শনিবার, ১৮ মে ২০২৪, ৪ জ্যৈষ্ঠ ১৪৩১
  • ||

বাতিল হচ্ছে ঢাবির ‘ঘ’ ইউনিট

প্রকাশ:  ০৭ ফেব্রুয়ারি ২০২২, ১৮:০৬ | আপডেট : ০৭ ফেব্রুয়ারি ২০২২, ১৮:১৮
বিশ্ববিদ্যালয় প্রতিবেদক
ঢাবি ভর্তি পরীক্ষা

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ভর্তি পরীক্ষায় আর থাকবে না ‘ঘ’ ইউনিট। ২০২১-২২ সেশন থেকে তা বাতিলের জন্য নীতিমালা প্রণয়ন করার নির্দেশ দেওয়া হয়েছে। এর জন্য কলা অনুষদের ডিন অধ্যাপক আবদুল বাছিরকে প্রধান করে একটি সাব-কমিটি করা হয়।

ঢাবির সামাজিক বিজ্ঞান অনুষদে ভর্তির জন্য ‘ঘ’ ইউনিটে পরীক্ষা নেওয়া হতো। নতুন এ সিদ্ধান্তের ফলে ‘খ’ ইউনিটের অধীনেই কলা, আইন, ও সামাজিক বিজ্ঞান অনুষদের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।

সোমবার (৮ ফেব্রুয়ারি) বিশ্ববিদ্যালয়ের 'জেনারেল অ্যাডমিশন' কমিটির সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। এ সময় ভর্তি পরীক্ষায় মোট আসন সংখ্যা পুনঃনির্ধারণ বিষয়েও সুপারিশ করা হয়েছে।

এ বিষয়ে উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান বলেন, ‘এটি অনেক আগের একটি সিদ্ধান্ত। এর মাধ্যমে একটি ভর্তি পরীক্ষার চাপ কমে যাবে। এখন থেকে কলা, আইন ও সামাজিক বিজ্ঞান অনুষদের ভর্তিপরীক্ষা ‘খ’ ইউনিটের অধীনে অনুষ্ঠিত হবে। অর্থাৎ ‘ঘ’ ইউনিট আর স্বতন্ত্র ইউনিট হিসেবে থাকছে না।’

তিনি আরো বলেন, ‘ভর্তি পরীক্ষার মোট আসন শিক্ষার গুণগত মান, পরিবেশ, শিক্ষার্থীদের জীবনমান, চতুর্থ শিল্প বিপ্লবের উপযোগিতা-প্রভৃতি সূচকের আলোকে যৌক্তিকভাবে নির্ধারণ করতে হয়। এরই আলোকে আসন সংখ্যা পুনঃনির্ধারিত হয়েছে। এতে কোথাও বৃদ্ধি পেয়েছে, কোথাও কমেছে।’

জানা গেছে, সর্বশেষ ২০২০-২১ শিক্ষাবর্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আসন ছিল ৭ হাজার ১২৫টি। আসন সংখ্যা পুনঃনির্ধারিত হলে তা হবে ৬ হাজার ১১০। অর্থাৎ ১ হাজার ১৫টি আসন কমবে।

পূর্বপশ্চিমবিডি/জেএস

ঢাকা বিশ্ববিদ্যালয়
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close