• বৃহস্পতিবার, ১৬ মে ২০২৪, ২ জ্যৈষ্ঠ ১৪৩১
  • ||

ইবিতে শিশুদের রং তুলিতে মুক্তিযুদ্ধ-বঙ্গবন্ধু-বাংলাদেশ

প্রকাশ:  ১৫ মার্চ ২০২২, ১৫:৪০
ইবি প্রতিনিধি
পেন্সিল ও রংতুলিতে কিছু একটা সদৃশ করতে নিরন্তর প্রচেষ্টা ক্ষুদে শিক্ষার্থীদের

পেন্সিল ও রংতুলিতে কিছু একটা সদৃশ করতে নিরন্তর প্রচেষ্টা ক্ষুদে শিক্ষার্থীদের। সবাই বাহারি পেন্সিলের আঁচড়ে বঙ্গবন্ধু, মুক্তিযুদ্ধ, সবুজ-শ্যামল বাংলাদেশের প্রাকৃতিক দৃশ্যসহ নদী মার্তৃকার অবয়ব ধবধবে সাদা কাগজে ফুটিয়ে তুলছেন।

মঙ্গলবার (১৫ মার্চ) সকাল ১০টায় এমন দৃশ্য দেখা গেছে ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান মিলনায়তনের করিডরে।

বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উপলক্ষে এক প্রতিযোগিতার আয়োজন করা হয়। এতে ইবি ল্যাবরেটরি স্কুল এন্ড কলেজের শিশু শ্রেণি থেকে দশম শ্রেণি পর্যন্ত তিন ক্যাটাগরিতে অর্ধশতাধিক শিক্ষার্থী অংশ নেয়।

অনুষ্ঠানে দিবসটি উদযাপন কমিটির আহ্বায়ক প্রফেসর ড. আনোয়ার হোসেনের সভাপতিত্বে চিত্রাঙ্কন প্রতিযোগিতার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ভিসি প্রফেসর ড. শেখ আবদুস সালাম। বিশেষ অতিথি ছিলেন ট্রেজারার প্রফেসর ড. আলমগীর হোসেন ভূঁইয়া। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বাংলা বিভাগের প্রফেসর ড. তপন কুমার রায়।

এছাড়া রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) মু. আতাউর রহমান, বাংলা বিভাগের প্রফেসর ড. রেজাউল করিম, ইংরেজি বিভাগের প্রফেসর ড. মেহের আলী, প্রফেসর ড. শাহাদাৎ হোসেন আজাদসহ বিভিন্ন বিভাগের ও স্কুলটির শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সোনার বাংলার স্বপ্ন আমরা নতুন প্রজন্মের হাতে তুলে দিতে চাই। আজকের শিশুরাই আগামীর কর্ণধার। তাদের হাতেই বিনির্মাণ হবে বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা। তাই এখন থেকেই শিশুদেরকে সেভাবে গড়ে উঠতে হবে।

পূর্বপশ্চিমবিডি/ইএস/জেএস

ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি)
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close