• বুধবার, ১৫ মে ২০২৪, ১ জ্যৈষ্ঠ ১৪৩১
  • ||

মনিজা স্কুলের শিক্ষার্থীদের ওপর লাঠিচার্জ, প্রিন্সিপাল অবরুদ্ধ

প্রকাশ:  ২০ মার্চ ২০২২, ১৭:২০
নিজস্ব প্রতিবেদক

রাজধানীর গেন্ডারিয়ার মনিজা রহমান গার্লস স্কুল এন্ড কলেজের আন্দোলনরত শিক্ষার্থীদের উপর লাঠিচার্জ করেছে পুলিশ। এতে বেশ কয়েকজন শিক্ষার্থী আহত হয়েছেন। ক্ষুব্ধ শিক্ষার্থীরা প্রেসক্লাবের সামনে সড়ক অবরোধ করেছে। প্রিন্সিপাল লুৎফর নাহার প্রেসক্লাব পুলিশ বক্সে অবরুদ্ধ রয়েছেন।

রোববার (২০ মার্চ) প্রধান শিক্ষকের পদত্যাগসহ দুই দফা দাবিতে রাজধানীর জাতীয় প্রেসক্লাবের সামনে আন্দোলনে নামে স্কুলটির শিক্ষার্থীরা।

জানা যায়, স্কুলের এসএসসি শিক্ষার্থীদের রেজিস্ট্রেশন করার জন্য অর্থ নিলেও রেজিষ্ট্রেশন করা হয়নি। এ ঘটনার স্কুল কর্তৃপক্ষের কোনো উদ্যোগ না দেখে আন্দোলনে নামে শিক্ষার্থীরা।

আন্দোলনের এক পর্যায়ে প্রধান শিক্ষক প্রেসক্লাবে এলে বাক-বিতণ্ডায় জড়িয়ে যায় শিক্ষার্থীরা। এ সময় পুলিশ শিক্ষার্থীদের লাঠিপেটা করে। এতে শোভা, নুসরাত, পুস্পসহ আরও বেশ কয়েকজন শিক্ষার্থী আহত হন।

আন্দোলনরত শিক্ষার্থীরা বলেন, নবম শ্রেণিতে থাকাকালীন সময়ে আমাদের রেজিষ্ট্রেশন হওয়ার কথা থাকলেও তা হয়নি। সময় অতিবাহিত হতে হতে আমাদের ফর্ম ফিলাপের সময়ও চলে এসেছে। অথচ এখনো আমরা রেজিষ্ট্রেশন করতে পারিনি। এর কারণ কি, এর কোন সদুত্তর প্রিন্সিপাল দিতে পারেন নি। আমাদের শিক্ষাজীবনকে এভাবে অনিশ্চয়তায় ফেলার কোন অধিকার প্রিন্সিপালের নাই।


পূর্বপশ্চিম/জেএস/এসকে

মনিজা স্কুল,লাঠিচার্জ,প্রিন্সিপাল অবরুদ্ধ
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close