• শনিবার, ১৮ মে ২০২৪, ৪ জ্যৈষ্ঠ ১৪৩১
  • ||

একাধিক মেধা তালিকার পরও কুবিতে ১৪ শতাংশ আসন ফাঁকা

প্রকাশ:  ২১ মার্চ ২০২২, ১৯:৪১
কুবি প্রতিনিধি

ইউনিট ভেদে ৪ থেকে ১৩ বার মেধা তালিকা প্রকাশ করা হলেও কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) ২০২০-২১ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথম বর্ষে ১৪ শতাংশ আসন ফাঁকা রয়েছে।

সোমবার (২১ মার্চ) কেন্দ্রীয় ভর্তি পরীক্ষা কমিটির সভা শেষে সংশ্লিষ্টরা এ তথ্য জানান।

গত ২৭ মার্চ ২০২০-২১ শিক্ষাবর্ষের ক্লাস শুরুর সময় মোট ১হাজার ৪০টি আসনের মধ্যে ৮৪ টি ফাঁকা ছিলো। তবে ভর্তি বাতিলসহ নানা কারণে এ, বি ও সি ইউনিটের বিভিন্ন বিভাগ মিলিয়ে বর্তমানে তা বেড়ে দাঁড়িয়েছে ১৪৩ আসনে। এর মধ্যে ‘বি’ ইউনিটে সর্বোচ্চ ১০২ এবং ‘এ’ ও ‘সি’ ইউনিটে যথাক্রমে ৩০ ও ১১টি আসন ফাঁকা রয়েছে।

এদিকে, শূন্য আসন পূরণে আগামী ৩০ মার্চ পর্যন্ত ভর্তি চালু রাখবে বিশ্ববিদ্যালয় প্রশাসন। তবে তারপরও আসন ফাঁকা থাকলে নতুন করে সভা ডেকে পরবর্তী সিদ্ধান্ত নেবে বলে জানিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

এ বিষয়ে উপ-উপাচার্য অধ্যাপক ড. হুমায়ুন কবির বলেন, আজকের ভর্তি পরীক্ষার সভায় আমরা আগামী ২৩ মার্চ থেকে ফাঁকা আসনগুলোতে শিক্ষার্থীদের ডাকার সিদ্ধান্ত নিয়েছি। এক্ষেত্রে যাদের ভাইবা হয়েছে তাদের বিষয় দেওয়া হবে এবং বাকিদের ভাইবার ব্যবস্থা করা হবে। ৩০ মার্চের মধ্যে ফাঁকা আসন পূরণের চেষ্টা করা হচ্ছে। যদি তারপরও না হয় তবে ৩০ তারিখ আবার সভা ডেকে পরবর্তী সিদ্ধান্ত নেয়া হবে।

পূর্বপশ্চিমবিডি/এমএইচ/জেএস

কুমিল্লা বিশ্ববিদ্যালয়
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close