• শুক্রবার, ১৭ মে ২০২৪, ৩ জ্যৈষ্ঠ ১৪৩১
  • ||

জনসংখ্যা আমাদের সমস্যা নয় বরং সম্পদ: শিক্ষামন্ত্রী

প্রকাশ:  ০৬ এপ্রিল ২০২২, ২১:৩১
নিজস্ব প্রতিবেদক

শিক্ষার্থীদের উদ্দেশে শিক্ষামন্ত্রী দীপু মনি বলেছেন, জনসংখ্যা কখনোই আমাদের সমস্যা নয় বরং আমাদের সম্পদ। নিজেদের দক্ষ জনশক্তিতে রূপান্তর করতে হবে।

বুধবার (৬ এপ্রিল) ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির সপ্তম সমাবর্তন অনুষ্ঠানে ভার্চুয়ালি অংশ নিয়ে শিক্ষার্থীদের উদ্দেশে তিনি এসব কথা বলেন। ঢাকার মিরপুরে পিএসসি কনভেনশন হলে এ সমাবর্তন অনুষ্ঠানের আয়োজন করা হয়।

দীপু মনি বলেন, স্বপ্ন দেখতে হবে ও তা বাস্তবায়নে নিজের লক্ষ্য স্থির করে সঠিক পরিকল্পনায় এগিয়ে যেতে হবে। যতো বাধাই আসুক থেমে গেলে চলবে না।

তিনি বলেন, বর্তমানে পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোর পাশাপাশি প্রাইভেট বিশ্ববিদ্যালয়গুলোও গবেষণা, বিজ্ঞানসহ শিক্ষাখাতে অবদান রাখছে। তবে বিশ্বের বিভিন্ন রাঙ্কিংয়ে সব প্রাইভেট বিশ্ববিদ্যালয়গুলো ততোটা ভালো না করলেও বেশকিছু প্রাইভেট বিশ্ববিদ্যালয় ভালো করছে। আমরা হয়তো সব সেক্টরে এখনও সেভাবে ভালো করতে পারিনি তবে আশা রাখছি খুব শিগগির আরও এগিয়ে যেতে পারবো।

পূর্বপশ্চিমবিডি/এসএম

শিক্ষামন্ত্রী,সম্পদ,জনসংখ্যা,সমস্যা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close