• মঙ্গলবার, ২১ মে ২০২৪, ৭ জ্যৈষ্ঠ ১৪৩১
  • ||

রাবিতে ভর্তি পরীক্ষার ধরণ ও পূর্ণমান নির্ধারণ

প্রকাশ:  ১১ এপ্রিল ২০২২, ১৫:৫৪
রাবি প্রতিনিধি

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) ২০২১-২২ শিক্ষাবর্ষে স্নাতক প্রথম বর্ষে ভর্তি পরীক্ষার পূর্ণমান ও ধরণ নির্ধারণ করা হয়েছে। পরীক্ষার হবে এমসিকিউ পদ্ধতিতে ও পূর্ণমান থাকবে ১০০ নম্বর।

সোমবার (১১ এপ্রিল) দুপুরে বিশ্ববিদ্যালয়ের ভর্তি কমিটির সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।

সভার সিদ্ধান্ত অনুযায়ী, ২০২১-২০২২ শিক্ষাবর্ষে ১ম বর্ষ স্নাতক বা স্নাতক (সম্মান) শ্রেণীতে সকল ইউনিটের ভর্তি পরীক্ষা এমসিকিউ পদ্ধতিতে অনুষ্ঠিত হবে। পরীক্ষার পূর্ণমান ১০০ ও পাশ নম্বর ৪০। প্রতিটি ইউনিটের ভর্তি পরীক্ষা চার শিফটে অনুষ্ঠিত হবে।

শিফট অনুযায়ী, প্রতিদিন সকাল ৯টা থেকে ১০টা, ১১টা থেকে ১২, দুপুর ১টা থেকে ২টা এবং বিকেল সাড়ে ৩টা থেকে সাড়ে ৪টা পর্যন্ত পরীক্ষা অনুষ্ঠিত হবে।

পূর্বপশ্চিমবিডি/এসএ/জেএস

রাজশাহী বিশ্ববিদ্যালয়,ভর্তি পরীক্ষা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close