• সোমবার, ১৩ মে ২০২৪, ৩০ বৈশাখ ১৪৩১
  • ||

এইচএসসি পরীক্ষা নভেম্বরের শুরুতে

প্রকাশ:  ১৭ জুলাই ২০২২, ১৫:৫৩ | আপডেট : ১৭ জুলাই ২০২২, ১৫:৫৮
নিজস্ব প্রতিবেদক

দেশের বন্যা পরিস্থিতির অবনতির কারণে স্থগিত হয়ে যাওয়া চলতি বছরের উচ্চ মাধ্যমিক (এইচএসসি) ও সমমানের পরীক্ষা নভেম্বরের শুরুতে অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।

রোববার (১৭ জুলাই) সচিবালয়ে শিক্ষা মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে পরীক্ষা নিয়ে প্রেস ব্রিফিংয়ে তিনি এ কথা জানান।

শিক্ষামন্ত্রী বলেন, এসএসসির এক থেকে দেড় মাস পর এইচএসসি পরীক্ষা নিতে হয়। সে কারণে নভেম্বরের গোড়ার দিকে এইচএসসি পরীক্ষা শুরু করতে চাই। সাধারণত ফেব্রুয়ারির শুরুর দিকে এসএসসি এবং এপ্রিলের শুরুতে এইচএসসি পরীক্ষা নেওয়া হতো। তবে এবছর করোনার কারণে প্রথম দফা এবং বন্যার কারণে দ্বিতীয় দফা এই দুই পাবলিক পরীক্ষা পিছিয়ে যায়।

পূর্বপশ্চিম- এনই

এইচএসসি পরীক্ষা,শিক্ষামন্ত্রী
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close