• মঙ্গলবার, ১৪ মে ২০২৪, ৩১ বৈশাখ ১৪৩১
  • ||

উত্তাল চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, দ্বিতীয় দিনের মতো চলছে অবরোধ

প্রকাশ:  ০২ আগস্ট ২০২২, ১১:৩৯
নিজস্ব প্রতিবেদক

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) আজ দ্বিতীয় দিনের মতো চলছে ছাত্রলীগের একাংশের ডাকা অনির্দিষ্টকালের জন্য অবরোধ। আজ মঙ্গলবার (২ আগস্ট) সকাল থেকেই বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক অবরোধ করে তারা বিক্ষোভে নামেন।

বিশ্ববিদ্যালয়ের পরিবহণ পুল থেকে এখনো পর্যন্ত কোনো বাস শহরের উদ্দেশ্যে ছেড়ে যায়নি। পাশাপাশি শাটল ট্রেনও বন্ধ রয়েছে বলে জানা গেছে।

তবে গতকাল সোমবার (১ আগস্ট) অবরোধ শুরু হলেও এখন পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল বডির কোনো সদস্য ঘটনাস্থলে যাননি। বিশ্ববিদ্যালয় প্রশাসন থেকে অবরোধ তুরে নেওয়ার বিষয়ে কোনো পদক্ষেপই নেওয়া হয়নি।

বিষবিদ্যায়ের এমন উত্তাল পরিস্থিতিতে সাধারণ শিক্ষার্থীরা পড়েছেন বিপাকে। কেননা, ছাত্রলীগের একাংশের অবরোধের কারণ বিশ্ববিদ্যালয়ের সব ক্লাস ও পরীক্ষা স্থগিত ঘোষণা করা হয়েছে। এমনকি ভর্তি পরীক্ষাও স্থগিত ঘোষণা করা হয়েছে।

উল্লেখ্য, গতকাল রাত সাড়ে ১২টায় ৩৭৬ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করে কেন্দ্রীয় ছাত্রলীগ। তবে কমিটি ঘোষণার আগেই শাখা ছাত্রলীগের ‘চুজ ফ্রেন্ডস উইথ কেয়ার’ (সিএফসি) গ্রুপের একাংশ গেটে তালা লাগিয়ে বিক্ষোভ করতে থাকে।

গত রবিবার (৩১ জুলাই) রাত সাড়ে ১১টার দিকে সিএফসির একাংশের কর্মীরা তালা খুলে নিলে আরেক উপ-পক্ষ ‘বিজয়’ গ্রুপের অনুসারীরা গতকাল সোমবার রাত ১টার দিকে আবার মূল ফটকে তালা ঝুলিয়ে দেয়।

পূর্বপশ্চিমবিডি/এআই

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়,অবরোধ
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close