• বৃহস্পতিবার, ১৬ মে ২০২৪, ২ জ্যৈষ্ঠ ১৪৩১
  • ||

ইবিতে গুচ্ছ পদ্ধতির ‘খ’ ইউনিটের পরীক্ষা শনিবার

প্রকাশ:  ১২ আগস্ট ২০২২, ১৮:০৫
নিজস্ব প্রতিবেদক

ইসলামী বিশ্ববিদ্যালয়ে গুচ্ছ ভর্তি পরীক্ষার মানবিক বিভাগের (‘খ’ ইউনিট) ২০২১-২২ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে শনিবার (১৩ আগস্ট)। ওইদিন দুপুর ১২টা-১টা পর্যন্ত এ পরীক্ষা চলবে।

এদিকে গুচ্ছ ভর্তি পরীক্ষাকে কেন্দ্র করে সকল প্রস্তুতি সম্পন্ন করেছে ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি)।জানা যায়, বিশ্ববিদ্যালয়ের ৬টি একাডেমিক ভবনসহ আইআইইআর ভবন ও ইবি ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজে এই পরীক্ষা অনুষ্ঠিত হবে। ইবি কেন্দ্রে সর্বমোট ৭ হাজার ৫৮৫ জন পরীক্ষার্থী ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করবে।

ইউনিট সমন্বয়ক সূত্র জানিয়েছে, পরমাণু বিজ্ঞানী ড. এম ওয়াজেদ মিয়া বিজ্ঞান ভবনে ১ হাজার ১৮ জন, অনুষদ ভবনে ১ হাজার ৩২৪ জন, রবীন্দ্র-নজরুল কলা ভবনে ১ হাজার ২০৯ জন, ফলিত বিজ্ঞান ও প্রযুক্তি অনুষদ ভবনে ১ হাজার ১৪৪ জন, ব্যবসায় প্রশাসন অনুষদ ভবনে ১ হাজার ২৫৮ জন, মীর মোশাররফ হোসেন একাডেমিক ভবনে ১ হাজার ১৫৬ জন, আইআইইআর ভবনে ১৮০ জন এবং ইবি ল্যাবরেটরি স্কুল এন্ড কলেজে ২৯৬ জন ভর্তিচ্ছু অংশ নেবেন।

গুচ্ছ ভর্তি পরীক্ষার আহ্বায়ক কমিটি সূত্রে জানা যায়, পরীক্ষা শুরুর ন্যূনতম এক ঘণ্টা আগে কেন্দ্রে উপস্থিত থাকতে হবে, পরীক্ষা শুরুর পরে কাউকে পরীক্ষা কক্ষে প্রবেশ করতে দেওয়া হবে না, অনলাইনে প্রদত্ত প্রবেশপত্র রঙিন প্রিন্ট করতে হবে। প্রবেশপত্রে প্রার্থীর রঙিন ছবি এবং তথ্য স্পষ্টভাবে মুদ্রিত থাকতে হবে, পরীক্ষার্থীকে অবশ্যই প্রবেশপত্রে উল্লেখিত নির্দিষ্ট কক্ষের নির্ধারিত আসনে পরীক্ষা দিতে হবে।

খ’ ইউনিট সমন্বয়কারী অধ্যাপক মিয়া মো. রাসিদুজ্জামান বলেন, ‘আমাদের পরীক্ষার প্রস্তুতি প্রায় শেষ পর্যায়ে। সন্ধ্যার মধ্যেই আমাদের যাবতীয় প্রস্তুতি সম্পন্ন হবে। সংশ্লিষ্ট সকলের সহযোগিতা পেলে কোনো প্রকাশ অসঙ্গতি ছাড়াই ভর্তি পরীক্ষা সম্পন্ন করতে পারবো বলে আশা করি।’

উল্লেখ্য, এর আগে গত ৩০ জুলাই ‘ক’ ইউনিট (বিজ্ঞান) হতে দেশের ২২টি পাবলিক বিশ্ববিদ্যালয়ে ২০২১-২২ শিক্ষাবর্ষের জিএসটি গুচ্ছভূক্ত সমন্বিত ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। আগামীকাল ১৩ আগস্ট ‘খ’ ইউনিট (মানবিক) এবং ২০ আগস্ট ‘গ’ ইউনিটের (বাণিজ্য) পরীক্ষা প্রতিদিন দুপুর ১২টা- ১টা পর্যন্ত অনুষ্ঠিত হবে।

পূর্বপশ্চিমবিডি/এআই

ইবি,ইসলামী বিশ্ববিদ্যালয়,গুচ্ছ ভর্তি পরীক্ষার
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close