• মঙ্গলবার, ১৪ মে ২০২৪, ৩১ বৈশাখ ১৪৩১
  • ||

নভেম্বরের মধ্যে এসএসসির নির্বাচনি পরীক্ষার ফল প্রকাশ

প্রকাশ:  ২৮ সেপ্টেম্বর ২০২২, ১৬:৫৬ | আপডেট : ২৮ সেপ্টেম্বর ২০২২, ১৭:৩৯
নিজস্ব প্রতিবেদক

আগামী ৩০ নভেম্বরের মধ্যে ২০২৩ সালের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) পরীক্ষার্থীদের নির্বাচনি পরীক্ষার ফল প্রকাশের নির্দেশ দেওয়া হয়েছে।

বুধবার (২৮ সেপ্টেম্বর) আন্তশিক্ষা বোর্ড পরীক্ষা নিয়ন্ত্রক উপকমিটির আহ্বায়ক ও ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের নিয়ন্ত্রক অধ্যাপক মো. আবুল বাশার সাক্ষরিত এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়েছে, ২০২৩ সালের এসএসসি পরীক্ষার্থীদের নির্বাচনি পরীক্ষা গ্রহণ করে আগামী ৩০ নভেম্বরের মধ্যে ফল প্রকাশের জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো।

এদিকে চলতি বছরের ১২ এপ্রিল এক সংবাদ সম্মেলনে শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি জানান, ২০২৩ সালের এসএসসি ও সমমান পরীক্ষা এপ্রিল এবং এইচএসসি ও সমমান পরীক্ষা জুন মাসে অনুষ্ঠিত হবে।

ডা. দীপু মনি,শিক্ষা,​এসএসসি,পরীক্ষা,নির্বাচনি
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close