• সোমবার, ২০ মে ২০২৪, ৬ জ্যৈষ্ঠ ১৪৩১
  • ||

ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্ত শিক্ষাপ্রতিষ্ঠানের তথ্য চেয়েছে মাউশি

প্রকাশ:  ২৬ অক্টোবর ২০২২, ১৭:৩২
নিজস্ব প্রতিবেদক

ঘূর্ণিঝড় সিত্রাংয়ের আঘাতে ক্ষতিগ্রস্ত শিক্ষাপ্রতিষ্ঠানের তথ্য চেয়েছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর (মাউশি)।

বুধবার (২৬ অক্টোবর) অধিদপ্তরের মনিটরিং অ্যান্ড ইভ্যালুয়েশান উইং শাখার পরিচালক প্রফেসর মো. আমির হোসেনের সই করা এক বিজ্ঞপ্তিতে ২৭ অক্টোবরের মধ্যে তথ্য পাঠানোর জন্য বলা হয়েছে।

এতে বলা হয়, ঘূর্ণিঝড় সিত্রাংয়ের আঘাতে চট্টগ্রাম, কুমিল্লা, বরিশাল এবং খুলনা অঞ্চলের অনেক শিক্ষাপ্রতিষ্ঠান ক্ষতিগ্রস্ত হয়েছে। এসব শিক্ষাপ্রতিষ্ঠানের তথ্য গুগল ফর্মের মাধ্যমে আগামী ২৭ অক্টোবরের মধ্যে মাউশিতে পাঠানোর জন্য বলা হচ্ছে।

বিষয়টি অতীব জরুরি উল্লেখ করে চট্টগ্রাম, কুমিল্লা, বরিশাল এবং খুলনা অঞ্চলের পরিচালকদের সরকারি-বেসরকারি কলেজ ও এসব এলাকার উপজেলা বা থানা শিক্ষা কর্মকর্তাদের সরকারি-বেসরকারি মাধ্যমিক শিক্ষাপ্রতিষ্ঠানের তথ্য পাঠানোর জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হয়।

মাউশি,ঘূর্ণিঝড়,ক্ষতিগ্রস্ত,শিক্ষাপ্রতিষ্ঠান
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close