• শুক্রবার, ১৭ মে ২০২৪, ৩ জ্যৈষ্ঠ ১৪৩১
  • ||

গবিতে বিশ্ব মেডিকেল ফিজিক্স দিবস পালিত

প্রকাশ:  ০৭ নভেম্বর ২০২২, ১৯:০০
সানজিদা জান্নাত পিংকি, গবি প্রতিনিধি

সাভারের গণ বিশ্ববিদ্যালয়ে (গবি) দশম আন্তর্জাতিক মেডিকেল ফিজিক্স দিবস উদযাপিত হয়েছে।

বর্ণাট্য আয়োজনের মধ্য দিয়ে সোমবার (৭ নভেম্বর) দুপুরে বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ভবনের দ্বিতীয় তলায় এ আয়োজন সম্পন্ন হয়।

এ বছর দিবসটির প্রতিপাদ্য বিষয়-'মেডিকেল ফিজিক্স ফর সাস্টেইনেবল হেলথ কেয়ার' আয়োজনের শুরুতে বেলা ১২ টায় বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ভবন থেকে র‍্যালি বের হয়ে মূল ফটক, বাদামতলা ঘুরে পুনরায় একাডেমিক ভবনের সামনে এসে শেষ হয়। র‍্যালিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইঞ্জিনিয়ারিং অনুষদের ডিন অধ্যাপক ড. করম নেওয়াজ।

এরপর মেডিকেল ফিজিক্স বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর ড. মোহাম্মদ নুরুল ইসলামের সভাপতিত্বে শিক্ষক ও শিক্ষার্থীদের নিয়ে একাডেমিক ভবনের ২০৬ নং রুমে সেমিনার অনুষ্ঠিত হয়। সেমিনারে বিভাগের শিক্ষক ও শিক্ষার্থীরা আলোচনায় অংশ নেন।

এসময় প্রফেসর ড. মোহাম্মদ নুরুল ইসলাম বলেন, 'এসডিজি এর লক্ষ্যমাত্রা পূরণে এইওএমপি এর দেয়া চিকিৎসা ও স্বাস্থ্য সেবায় প্রধান তিনটি বিষয়, যেমন: দক্ষ জনশক্তি, উন্নত প্রযুক্তি ও পারষ্পরিক সম্পর্কগুলোকে সামনে নিয়ে বিশ্ববিদ্যালয়ের মেডিকেল ফিজিক্স বিভাগের শিক্ষার্থীদের চাকুরী ক্ষেত্রে যোগ্য হিসেবে গড়ে তুলতে আমরা সর্বোচ্চ সহোযোগিতা ও প্রশিক্ষণ প্রদান করবো।'

২০১৩ সালের ৭ নভেম্বর থেকে ইন্টারন্যাশনাল অরগানাইজেশান অব মেডিকেল ফিজিক্সের (আইওএমপি) আয়োজনে নোবেল বিজয়ী ও বিজ্ঞানী মাদাম মেরি কুরির মেডিকেল ফিজিক্সে অসামান্য অবদানের জন্য তার জন্মদিন থেকে এই আন্তর্জাতিক মেডিকেল ফিজিক্স দিবস পালিত হয়ে আসছে সারা বিশ্বে এবং একই দিন থেকে গণ বিশ্ববিদ্যালয়েও পালিত হয়ে আসছে এই দিবস।

২০০০ সাল থেকে চালু হওয়া গবির মেডিকেল ফিজিক্স বিভাগে বর্তমানে প্রায় দুই শতাধিক শিক্ষার্থী অধ্যয়নরত আছে।

বাংলাদেশের ভেতরে প্রথম মেডিকেল ফিজিক্স বিভাগ চালু হয়েছে ২০০০ সালে একমাত্র গণ বিশ্ববিদ্যালয়ে।

গবি,গবিসাস,গণ বিশ্ববিদ্যালয়,মেডিকেল ফিজিক্স দিবস
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close