• শনিবার, ১৮ মে ২০২৪, ৪ জ্যৈষ্ঠ ১৪৩১
  • ||

ট্রাইবেকারে হেরে রানার্সআপ গবি: স্পোর্টস চ্যাম্প-২০২২

প্রকাশ:  ০৮ নভেম্বর ২০২২, ১৯:০৮
সানজিদা জান্নাত পিংকি, গবি

বঙ্গবন্ধু আন্তঃবিশ্ববিদ্যালয় স্পোর্টস চ্যাম্প-২০২২ এর ৩য় আসরে ট্রাইবেকারে গণ বিশ্ববিদ্যালয়কে (গবি) ৪-৩ গোলে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়েছে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি।

মঙ্গলবার (৮ নভেম্বর) সকাল ১০ টায় বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) খেলার মাঠে অনুষ্ঠিত ফাইনালে ম্যাচের নির্ধারিত সময়ের খেলা ০-০ গোলে ড্র হলে টাইব্রেকারে চ্যাম্পিয়ন নির্ধারিত হয়।

ম্যাচের শুরুতে দুই দলের জার্সি একই থাকায় টসের মাধ্যমে জার্সি নির্ধারিত হয়। টসে জিতে সঠিকভাবে জার্সি পড়ার অনুমতি পায় গবি টিম এবং ড্যাফোডিল টিম জার্সি উল্টা করে পরিধান করে খেলার নির্দেশ পান।

শুরুতে দুই দলের কোনো দলই আট্যাকিং ও রক্ষণ ভালো ভাবে কাজে লাগাতে পারেনি, চলতে থাকে অগোছালো খেলা। ১০ মিনিট অতিক্রম হওয়ার পরেই খেলার ধরণ পাল্টে যায়। দুই দলই ফিরে আসে দারুণ ছন্দে।

প্রথমার্ধে হাড্ডাহাড্ডি লড়াইয়ের পরও গোলশূন্য ছিল উভয় দলের থলি। এসময় গণ বিশ্ববিদ্যালয় দুইটি সুযোগ ও ড্যাফোডিল একটি সুযোগ পেয়েও কাজে লাগাতে পারেনি।

দ্বিতীয়ার্ধেও দুইদল বেশকিছু সুযোগ কাজে লাগাতে না পেরে শেষ পর্যন্ত পেনাল্টি শুটআউটে গড়ায় খেলা। ট্রাইবেকারে গণ বিশ্ববিদ্যালয় ৩ গোল ও ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি ৪ গোল করে নিজেদের জয় নিশ্চিত করেছে।

গণ বিশ্ববিদ্যালয় (গবি),বঙ্গবন্ধু আন্তঃবিশ্ববিদ্যালয় স্পোর্টস চ্যাম্প-২০২২
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close