• মঙ্গলবার, ০৭ মে ২০২৪, ২৪ বৈশাখ ১৪৩১
  • ||
শিরোনাম

এইচএসসির ফল

পাসের হারে এগিয়ে কুমিল্লা বোর্ড, পিছিয়ে দিনাজপুর

প্রকাশ:  ০৮ ফেব্রুয়ারি ২০২৩, ১৮:২০
পূর্বপশ্চিম ডেস্ক

উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমান পরীক্ষায় পাসের হারের দিক দিয়ে এ বছর সবচেয়ে এগিয়ে আছে কুমিল্লা শিক্ষা বোর্ড। আর পিছিয়ে আছে দিনাজপুর শিক্ষা বোর্ড।

বুধবার (৮ ফেব্রুয়ারি) ২০২২ সালের এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়েছে। এর মধ্যে ৯টি সাধারণ শিক্ষা বোর্ডের অধীন শুধু এইচএসসি পরীক্ষায় গড় পাসের হার ৮৪ দশমিক ৩১ শতাংশ। অবশ্য এইচএসসি ও সমমানের পরীক্ষা মিলিয়ে পাসের হার আরো বেশি।

ফলাফলের তথ্য বলছে, ৯টি সাধারণ শিক্ষা বোর্ডের মধ্যে কুমিল্লা শিক্ষা বোর্ডে পাসের হার ৯০ দশমিক ৭২ শতাংশ, যা অন্যান্য শিক্ষা বোর্ডের চেয়ে বেশি। আর দিনাজপুর শিক্ষা বোর্ডে পাসের হার ৭৯ দশমিক শূন্য ৮ শতাংশ, যা ৯টি সাধারণ শিক্ষা বোর্ডের মধ্যে সবচেয়ে কম।

অন্যান্য শিক্ষা বোর্ডের মধ্যে ঢাকা শিক্ষা বোর্ডে পাসের হার ৮৭ দশমিক ৮৩ শতাংশ। রাজশাহীতে ৮১ দশমিক ৬০ শতাংশ, যশোরে ৮৩ দশমিক ৯৫ শতাংশ, চট্টগ্রামে ৮০ দশমিক ৫০ শতাংশ, বরিশালে ৮৬ দশমিক ৯৫ শতাংশ, সিলেটে ৮১ দশমিক ৪০ শতাংশ এবং ময়মনসিংহ শিক্ষা বোর্ডে পাসের হার ৮০ শতাংশ ৩২।

পূর্বপশ্চিমবিডি/এসএম

এইচএসসি,ফল,কুমিল্লা শিক্ষা বোর্ড,দিনাজপুর শিক্ষা বোর্ড,পাসের হার
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close