• বৃহস্পতিবার, ০২ মে ২০২৪, ১৯ বৈশাখ ১৪৩১
  • ||
শিরোনাম

গবিতে আইন বিভাগের শিক্ষার্থীদের ইফতার অনুষ্ঠিত

প্রকাশ:  ২৯ মার্চ ২০২৩, ২২:৫৬ | আপডেট : ২৯ মার্চ ২০২৩, ২৩:০৬
সানজিদা জান্নাত পিংকি, গবি

পবিত্র মাহে রমজান উপলক্ষ্যে গণ বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের শিক্ষার্থীদের উদ্যোগে ইফতার অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২৯ মার্চ) বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের বর্তমান শিক্ষার্থীরা কেন্দ্রীয় খেলার মাঠে দোয়া ও ইফতার মাহফিলের আয়োজন করে।

ইফতার আয়োজনে উপস্থিত ছিলেন গণ বিশ্ববিদ্যালয়ের বায়োকেমিস্ট্রি এন্ড মলিকুলার বায়োলোজি বিভাগের প্রধান ড. ফুয়াদ হোসেন, আইন বিভাগের শিক্ষকরা ও সকল সেমিষ্টারের শিক্ষার্থীরা।

ইফতার আয়োজনের বক্তব্যে ড. ফুয়াদ হোসেন বলেন, 'আইন বিভাগের সাথে সম্পর্কক খুবই ভালো। আজকের আয়োজনটা ভালো ছিলো। সব কিছুই সুন্দর ছিলো। শিক্ষার্থীদের সাথে ইফতার করে খুবই ভালো লাগছে। সবাই মিলে এভাবে একসাথে ইফতারি করা অব্যহত থাকুক।'

আইন বিভাগের প্রভাষক মো: আল-আমিন বলেন, 'বিভাগের সবাইকে একসাথে একতাবদ্ধ দেখতে খুবই ভালো লাগে। আজ একসাথে সব শিক্ষার্থীরা ও শিক্ষকরা মিলে ইফতারি করলাম, খুবই ভালো লাগছে। আয়োজনটাও খুব গোছালো ছিলো। শিক্ষার্থীরা উদ্যোগ নিয়ে আরও অনেক আয়োজন করুক।'

নিজের বিভাগকে দ্বিতীয় পরিবার মনে করেন ৭ম সেমিস্টারের শিক্ষার্থী আবু হুরায়রা শোভন। তিনি বলেন, 'আইন বিভাগ একটি পরিবারের মত। আমরা দীর্ঘ ৬ বছর পর এরকম একটি ইফতারির আয়োজন করতে করেছি। আমি এই পরিবারের প্রত্যেকটি স্নেহের ছোট ভাই ও বোনদের উদ্দেশ্যে বলতে চাই আপনারা প্রতিবছর ইফতারির এরকম আয়োজন করবেন।আজকে যারা সার্বিকভাবে সহযোগিতা করেছেন তাদেরকে কৃতজ্ঞতা জানাই।'

ইফতার শেষে কেন্দ্রীয় খেলার মাঠে কাতারবদ্ধ হয়ে দাঁড়িয়ে একসঙ্গে মাগরিবের নামাজ আদায় করে শিক্ষক ও শিক্ষার্থীরা।

অনুষ্ঠানটির সার্বিক তত্ত্বাবধানে ছিলেন বিভাগের ৭ম সেমিস্টারের শিক্ষার্থী হাসিব মীর। সার্বিক সহযোগীতায় ছিলেন গণ বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের শিক্ষার্থীরা।

গণ বিশ্ববিদ্যালয়,ইফতার মাহফিল
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close