• বৃহস্পতিবার, ০২ মে ২০২৪, ১৯ বৈশাখ ১৪৩১
  • ||

চট্টগ্রামে এসএসসিতে গণিতের প্রশ্নফাঁসের অভিযোগ

প্রকাশ:  ১০ মে ২০২৩, ২১:৫০
চট্টগ্রাম প্রতিনিধি
হাতে লেখা এ ছয়টি প্রশ্নের মধ্যে দাগানো তিনটিই ছিল এসএসসি পরীক্ষার প্রশ্নপত্রে

চট্টগ্রামে চলমান মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) পরীক্ষায় গণিত প্রশ্নপত্র ফাঁসের অভিযোগ উঠেছে।

গত মঙ্গলবার অনুষ্ঠিত গণিত পরীক্ষার একদিন আগে সামাজিক যোগাযোগ মাধ্যমে হাতে লেখা ছয়টি প্রশ্নের দুই পৃষ্ঠার একটি প্রশ্নপত্র ছড়িয়ে পড়ে। পরদিন ছড়িয়ে পড়া প্রশ্নপত্রের সঙ্গে গণিত পরীক্ষায় সরবারহ করা কর্ণফুলী ১ নম্বর সেট প্রশ্নপত্রের ১, ৩ ও ৬ নম্বর প্রশ্নের হুবহু মিল পাওয়া গেছে।

নাম প্রকাশ না করার শর্তে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থী বলেন, ‘সোমবার রাত ১০টার দিকে আমার এক স্টুডেন্ট মেসেঞ্জারে একটি প্রশ্নপত্র দিয়ে সমাধান করে দিতে অনুরোধ করে। পরে মঙ্গলবার অনুষ্ঠিত গণিত পরীক্ষা হওয়ার পর ছড়িয়ে পড়া প্রশ্নপত্রের ছয়টি প্রশ্নের মধ্যে তিনটি প্রশ্নের হুবহু মিল পেয়েছি।’ চট্টগ্রামের বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষার্থীরা ওই ফাঁস হওয়া প্রশ্নপত্র পেয়েছে বলে জানান তিনি।

প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় অভিভাবকরাও উদ্বেগ জানিয়েছেন। তেমন একজন মো. গোলাম নসরাত বলেন, আমার ছোটবোন এবার এসএসসি পরীক্ষা দিচ্ছে। কয়েকদিন ধরে সে প্রশ্নপত্র ফাঁস হওয়ার কথা বলছিল, গুরুত্ব দিইনি। কিন্তু গণিতের দিন সে এসে বলল, টেস্ট পরীক্ষায় গণিতে পাস না শিক্ষার্থীরাও নাকি প্রশ্নপত্র পেয়েছে। তারা গণিতে ভালো নম্বর পাবে। অথচ পরীক্ষায় ভালো করার জন্য আমার বোনকে সারা বছর পরিশ্রম করতে হয়েছে। এটা নিয়ে বোন খুবই বিষণ্ন।

এসএসসির গণিত পরীক্ষার প্রশ্নপত্রে থাকা এই তিনটি প্রশ্ন ছড়িয়ে পড়া হাতে লেখা প্রশ্নে পাওয়া গেছে

প্রশ্নপত্র ফাঁসের অভিযোগ অস্বীকার করে চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক নারায়ণ চন্দ্র নাথ বলেন, ‘আমরা এমন কিছু শুনিনি। কেউ আমাদের কিছু বলেনি। প্রশ্নফাঁস হলে পুরো মিলতে হয়, দুইটা-তিনটা মিললে হবে না।’

সৃজনশীল প্রশ্নপদ্ধতিতে এভাবে এক বা একাধিক প্রশ্ন হুবহু মিলতে পারে কি না— জানতে চাইলে অধ্যাপক নারায়ণ বলেন, ‘কেন, অনেক সময় গাইড থেকে প্রশ্ন হয় না? আমি জানি না। আমি দেখিনি। দেখলে বলতে পারব।’

প্রশ্ন কোন মাধ্যমে ফাঁস হয়েছে, কোথায় ছড়িয়েছে জানালে গোয়েন্দা সংস্থা ও র‌্যাপিড অ্যাকশন ব্যাটেলিয়নকে (র‌্যাব) অবহিত করবেন বলে জানান শিক্ষা বোর্ডের এই কর্মকর্তা।

প্রশ্নপত্র ফাঁস
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close