• সোমবার, ০৬ মে ২০২৪, ২৩ বৈশাখ ১৪৩১
  • ||
শিরোনাম

রাবি উপ-উপাচার্য

লাইভে ছাত্রলীগ নেত্রীর বক্তব্য ‘সীমার মধ্যে পড়ে না’

প্রকাশ:  ২৫ সেপ্টেম্বর ২০২৩, ২০:৫০ | আপডেট : ২৫ সেপ্টেম্বর ২০২৩, ২০:৫৮
রাবি প্রতিনিধি

শিক্ষার্থীদের শালীনতা বজায় রেখে বক্তব্য দেওয়ার জন্য আহ্বান জানিয়েছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. সুলতান-উল-ইসলাম। সোমবার (২৫ সেপ্টেম্বর) তিনি এ আহ্বান জানান।

এর আগে শনিবার (২৩ সেপ্টেম্বর) রাত সাড়ে ১১টায় ফেসবুক লাইভে এসে প্রশাসন ও সাংবাদিকদের ভূমিকা নিয়ে বেফাঁস মন্তব্য করেন বিশ্ববিদ্যালয়ের মন্নুজান হল ছাত্রলীগের সাধারণ সম্পাদক ফারজানা শশী।

তিনি বলেন, ছাত্রলীগের নেতাকর্মীদের ছোট করে প্রতিনিয়ত নিউজ করছে সাংবাদিকরা। এ নিয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসন কোনো কথা বলছে না। আপনারা যদি ছাত্রলীগের নেতাকর্মীদের পাশে না থাকেন, তাহলে আমি বলবো ভিসি-প্রোভিসি, প্রক্টর এবং ছাত্র উপদেষ্টাকে আওয়ামী পরিষদ থেকে নিয়োগ দেওয়াই শেখ হাসিনার ভুল সিদ্ধান্ত।

শশীর এমন বক্তব্যের পর লাইভটি দ্রুত সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। যদিও কিছুক্ষণ পরই লাইভটি সরিয়ে নেন শশী। রাজশাহী বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসেও এ লাইভ নিয়ে চলছে নানা আলোচনা-সমালোচনা।

বিশ্ববিদ্যালয় সূত্র জানায়, রহমতুন্নেছা হল ছাত্রলীগের সভাপতি তামান্না আক্তার তন্বীর ছাত্রত্ব শেষ হয়ে গেছে। তারপরও অবৈধভাবে হলে থাকায় বৃহস্পতিবার (২১ সেপ্টেম্বর) রাতে তাকে কক্ষ ছাড়ার নির্দেশ দেয় হল প্রশাসন। কিন্তু তিনি হল ছাড়েননি। পরদিন উল্টো হলের গেটে তালা দেন তামান্নাসহ হল ছাত্রলীগের নেত্রীরা। পরে মানবিক কারণে ওই নেত্রীকে হলে থাকতে দিয়েছে হল প্রশাসন।

এর আগে ১১ সেপ্টেম্বর বিশ্ববিদ্যালয়ের বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব হল ছাত্রলীগের সহ-সভাপতি ঐশীর রুম সিলগালা করে হল কর্তৃপক্ষ। এসব বিষয় নিয়ে বিশ্ববিদ্যালয়ে কর্মরত সাংবাদিকরা প্রতিবেদন প্রকাশ করেন। এর পরিপ্রেক্ষিতেই ফেসবুক লাইভে এসে সাংবাদিক ও প্রশাসনের ওপর ক্ষোভ ঝাড়েন রাবি ছাত্রলীগের এ নেত্রী।

বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. সুলতান-উল-ইসলাম বলেন, লাইভে এসে তিনি যা বলেছেন, তা তার সীমার মধ্যে পড়ে না। প্রধানমন্ত্রীর সিদ্ধান্তের বিষয়ে তাদের যদি কোনো বক্তব্য থাকে, তারা সেটি অভিযোগ করতে পারে; যদি তারা মনে করে বিষয়টি তাদের এখতিয়ারভুক্ত। তাই আমি শিক্ষার্থীদের শালীনতা বজায় রেখে বক্তব্য দেওয়ার জন্য আহ্বান জানাবো।

তিনি বলেন, প্রধানমন্ত্রীর সিদ্ধান্তকে কোনো কিছু না জেনে প্রশ্ন করা এক ধরনের অশালীনতা ও সীমাবহির্ভূত কথা। এগুলো থেকে বিরত থাকার জন্য আমি শিক্ষার্থীদের অনুরোধ করছি।

বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক গোলাম সাব্বির সাত্তার বলেন, এ ধরনের অর্বাচীন বক্তব্য সুখকর নয়। এ বিষয়ে খুব বেশি কিছু বলার নেই। তবে আমাদের সবার কথা বলার আগে লক্ষ্য রাখা উচিত আমি কী করছি, কী বলছি, আমার অবস্থান কী। তাছাড়া আমি দলীয় পরিচয়ে হাইলাইটেট হতে চাই না।

ছাত্রলীগের ওই নেত্রী এমন মন্তব্য করতে পারেন কি না, এমন প্রশ্নে তিনি বলেন, এটি নির্ভর করছে তার শিক্ষাগত জ্ঞান, বিশ্ববিদ্যালয় সম্পর্কে ধারণা ও শিক্ষকদের প্রতি সম্মানবোধ কতটুকু (তার ওপর)। আমাদের ৯৫ শতাংশই শিক্ষার্থীই ভালো। তাদের সঙ্গে আমি মিশেছি ও খেলাধুলা করেছি; তারা সবাই ভালো। তবে আমরা ব্যর্থ হয়েছি, কিছু সংখ্যক শিক্ষার্থী (৫ শতাংশ) ‘ডাজেন্ট মেইক সেন্স’।

রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রেসক্লাবের সভাপতি কামরুল হাসান অভি বলেন, সম্প্রতি মন্নুজান হল ছাত্রলীগের সাধারণ সম্পাদক ফারজানা শশী ফেসবুক লাইভে এসে প্রকাশ্যে সাংবাদিকদের বিরুদ্ধে যে ধরনের প্রোপাগান্ডা চালিয়েছে, তা রীতিমতো একধরনের উসকানি। এভাবে চলতে থাকলে, বিশ্ববিদ্যালয়ে কর্মরত সাংবাদিকরা নিরাপত্তাহীনতায় ভুগবেন।

পূর্বপশ্চিমবিডি/এসএম

রাজশাহী বিশ্ববিদ্যালয়,উপ-উপাচার্য,আহ্বান,বক্তব্য,শিক্ষার্থী
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close